পাতা:যাত্রিকের গতি.djvu/৪৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তিস্থিক ঠাকুরাণীর বৃত্তান্ত । 8 ©☾ করে, তাছার স্বচ্ছদে সুখেতে ঐ গমনে প্রবৃত্ত হয় ; এবং সেই রোগে তাহাদের সম্মতি থাকে। ইত্যবসরে * সরলাত্ম। তাছার কথার শেষ না হইতে ২ জিজ্ঞাসিল, বৃক্ষবাটিকাতে নিদ্রাগত দুইটী লোককে কি দেখিয়াছিলা ?

  • অটলচরণ কহিল, হুঁ, আমি * অনবধান ও * দুঃসাকসী এই দুই জনকে সেখানে দেখিয়াছি। বোধ হয়, সেই স্থানে পড়িয়া থাকিতে ২ তাহাদের শরীর পচিয়া যাইবে । সে যাহা হউক, আমার কথা সমাপ্ত করিতে দেও। আমি পুৰ্ব্বোক্তরূপে ভাবিতেছিলাম ; ইতোমধ্যে অকস্মাৎ সুবস্ত্রান্বিত কোন বৃদ্ধ। দর্শন দিয়া আপন শরীর ও ধন ও শয্যা, এই তিন বস্তু আমাকে দিতে চাহিল । আমি অকিঞ্চন, তীর্থের কণকস্বরূপ, এবং তৎকালে শ্রাস্ত ও নিদ্রাকৃষ্ট ছিলাম, বুঝি ঐ ডাইনী তাহ জানিতে পারিয়াছিল। সে যাহা হউক, আমি তাছাকে বারম্বার তাড়াইয়া দিলেও সে তাহা না মানিয়া হাস্যবদনে পুনরাগমন করিল। তাছাতে আমি রাগাম্বিত হইতে লাগিলাম, কিন্তু তাহাতেও কোন ফল দর্শিল না। বরঞ্চ সে পুনশ্চ কহিতে লাগিল, যদি তুমি আমার ইচ্ছায় সম্মত হও, তবে আমি তোমাকে মহান ও অতি সুখী. করিব। যেহেতু আমি জগৎকত্রী, আমাহইতেই লোকেরা সুখ প্রাপ্ত হয়।

পরে আমি তাহার নাম জিজ্ঞাসিলে সে কহিল, আমার নাম • ডিৰিক ঠাকুরাণী। ‘ - এই কথা শুনিয়া অামি তাছাকে জারে ঘূণা করিলাম, কিন্তু সে অামাকে জুলাইতে ক্ষম্ভ হইল না। এই প্রকারে বিপদগ্রস্ত হওয়াতে আমি তখন হাটু গাড়িয়৷ উৰ্দ্ধহস্ত হইয়া যাত্রিদের সাহায্যকারির নিকটে উচ্চৈঃস্বরে গ্রা o 2 P 2