পাতা:যাত্রিকের গতি.djvu/৪৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 8 е বিয়ুলাদেশে গ্রাব্রিজের বিশ্নামপ্রাখি । করি, পথে অনেক ৰাষ্ট্ৰীজালিয়। লিঙ্কটৰতী হইতেছে, কেননা তাহাদিগকে সাজ্জ্বলাদিৰার জন্যে এই মাত্র এক দল তেজস্বি লোক আসিয়। তাছাদের অপেক্ষা করিতেছে । পরে যাক্রিৱা উঠিয়া ইতস্ততঃ গমনাগমন করিলে, আহা, নানা প্রকার স্বৰ্গীয় ধ্বনিতে তাছাদের কর্ণ কেমন ভূপ্ত হইল! ও স্বৰ্গীয় বিষয় দর্শনে তাছাদের চক্ষু কেমন প্রসন্ন হইল! সেই ভূমিতে তাহার স্বাহ প্রবণ কিম্বা দর্শন কিম্বা ভ্ৰাণ কিম্ব। জাস্বাঙ্গন জিম্বা পর্শ করিল, তাহার মধ্যে মনোদুঃখ কিম্বা শারীরিক পীড়াজনক কিছুই ছিল না; কেবল যে নদী পার হইতে হইবে, তাহারই জল তাছাদের জিহায় কিঞ্চিৎ ভিক্ত বোধ হইল, কিন্তু পান করিলে পরে মিষ্ট লাগিল । অপর পুৰ্ব্বকালে যে সকল যাত্ৰী আসিয়াছিল, তাছাদেৱ নাম ও মহৎ কৰ্ম্মের বিবরণ তথাকার এক পুস্তকে লিখিত ছিল । স্তম্ভিন্ন কোন ২ ষাত্রির পার হওন কালে পূৰ্ব্বোক্ত নদী কেমন বাড়িয়াছিল, এবং অন্য কোন ২ ষাজির পার ছণ্ডন কালে, তাহ। কেমন কমিয়া গিয়াছিল, ইহার বিশেষ বৃত্তান্ত সেই গ্রন্থে লিখিত ছিল। ফলতঃ । কাহারে ২ সময়ে সেই নদী-প্রায় শুষ্ক হইয়। গিয়াছিল, এবং কাছারে ২ সময়ে তাহার জল বৃদ্ধি পাইয়া তার লজিয়াছিল । সে যাহা হউক, ষাত্রিরা তথায় থাকিতে ২ স্বতাছাদের জন্যে ঐ নগরের বালকেরা রাজোদ্যানে গিয়। পুষ্পগুচ্ছ প্রস্তুত করিয়া অতি প্রেম পুৰ্ব্বক তাহাদিগকে জানিয় দিত। ঐ উদ্যানে কপূর, জটামাংসী, কুঙ্কুম, কেশর, মারুচিনি, কুন্দুক গদ্ধরষ, ধুন প্রভৃতি প্রধান ২ সুগন্ধি জৰ্যোৎপাদক বৃক্ষ ছিল। ৰাত্রিক্স ষাবৎ তথায় গছিল, তাবৎ জাহাদেৱ শয়নাগার উক্ত সুগন্ধি দ্রব্যের ८णोब्र८छ: बॉरखङ्गेनिक * इक्वेड ! श्रृंरङ्ग. ब्रशै. *fiङ्ग. ब्ल७८न्ब्र