পাতা:যাত্রিকের গতি.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిe ছিভেচ্ছকের সহিত কথোপকথন । ভোগ কর। এ কথা কহিয়া সে ব্যক্তি *একগুঁইয়ার পথে চলিয়া গেল ; আমি এই দ্বারের দিগে চলিতে লাগিলাম। তাহাতে “হিতেজুক কহিল, হায় ২ সে এমন অভাগ্যবান, এতো দূর পর্যন্ত আসিয়া স্বগীয় অতুল্য ঐশ্বৰ্য্যকে কি এমন লঘু জ্ঞান করিল যে তাহ পাইবার নিমিত্তে এই যৎকিঞ্চিৎ দুঃখ সহ্য করিতে পারিল না ?

  • খ্ৰীষ্টীয়ান কহিল, মহাশয় - সুখনম্যের বিষয় যেমন শুনিলেন, তেমনি যদি আমার নিজ কথা সকল সত্য রূপে কহি, তবে বোধ হয় তাহার এবং আমার ক্রিয়াতে কোন প্রভেদ থাকিবে না; কেনন। সে যেমন * ধ্বংস্যনগরে আপন ঘরে ফিরিয়া গেল, তেমনি আমিও *সাংসারিকবুদ্ধির সাংসারিক পরামর্শদ্বারা মরণপথে গিয়াছিলাম ।

তাহাতে হিতেজুক কহিল, আঃ, সেই ব্যক্তির সহিত তোমার সাক্ষাৎ হইয়াছিল ; সে যে তোমাকে * ব্যবস্থানুগত মহাশয়ের নিকটে লইয়া গিয়া কোন প্রকারে আপনার স্থাত সিদ্ধ করে, এই তাহার চেষ্ট। তাহারা দুই জনই প্রতারক। সে যাহা হউক, তাছার পরামর্শে তুমি কি চলিয়াছিল। .

  • খ্ৰীষ্টীয়ান উত্তর করিল, হুঁ, তাহার পরামর্শ লইয়। সাধ্যপৰ্য্যন্ত তাহার পথে গিয়াছিলাম। কিন্তু “ ব্যবস্থানুগত মহাশয়ের বাটীর পাশ্বস্থিত পৰ্ব্বতের কাছে উপস্থিত হইবামাত্র, ঐ পৰ্ব্বত অামার মস্তকের উপরে পড়িবে, ইহা বোধ হওয়াতে আমি ভয়েতে সেই স্থানে স্থগিত হইয়। দাড়াইলাম .

“হিতেজুক কহিল, সে পৰ্ব্বত অনেকের মৃত্যুর কারণ হইয়াছে এবং হইৰে । তুমি যে তাহাদ্বারা চূর্ণ না হইয়। ৰাচিয়া আসিয়াছ, এ তোমার বড় ভাগ্য।

  • খীষ্টীয়ান কহিল, সে সত্য। আমি সেই সময়ে ভয়ে