পাতা:যাত্রিকের গতি.djvu/৪৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্ৰীষ্টীয়ানীর প্রয়াণ । 88 y সময় উপস্থিত হইলে তাহারা ঐ সকল সুগন্ধি দ্রব্য গাত্রে লেপন করিয়া প্রস্তুত হইত। তাহারা নিৰ্দ্দিষ্ট কালের প্রতীক্ষাতে তথায় অবস্থিতি করিতেছিল, এমত সময়ে এক দিন নগরের মধ্যে জনরব হইল, যে স্বৰ্গপুরহইতে গুরুতর বার্তাবাহক এক দূত আসিয়া - খ্ৰীষ্টায়ান নামক মাত্রির ভাৰ্য্যা - খ্ৰীষ্টীয়ানীর অন্বেষণ করিতেছে। অপর • খ্ৰীষ্টীয়ানী কোথায় থাকে, সেই দূত অনুসন্ধান পুৰ্ব্বক তাহ অবগত হইয়া তাহার নিকটে যাইয়া তাহাকে এক পত্র দিল ; সেই পত্রের লিখন এই, “ হে উত্তম স্ত্রি, প্রভু তোমাকে ডাকিতেছেন, এবং তুমি অমরত্ববস্ত্র পরিহিত হইয়। দশ দিবসের মধ্যে তাহার সাক্ষাতে উপস্থিত হইবা, এমত অপেক্ষা করিতেছেন, এই সমাচার জানিব।" তাহাকে এই পত্র পড়িয়া শুনাইলে পর সে যে প্রস্থান করণার্থে তাহাকে ত্বর করাইতে নিযুক্ত বিশ্বাস্য দূত, ইহার চিকুস্বরূপ প্রেমবজে তীক্ষ্মীকৃত বাণ দিল ; তাহ মন্দ ২ রূপে তাহার অন্তঃকরণকে বিদ্ধ করিল ; তাহাতে এমত ফল দর্শিল, যে প্রস্থান করিবার সময় উপস্থিত হইলে গমন করিতে তাহার একান্ত মনোরথ হইল । অতএব • গ্ৰীষ্টীয়ানী যখন বুঝিল, যে এখন আমার সময় উপস্থিত হইল, এবং সমভিব্যাহারিদের মধ্যে আtমাকে সৰ্ব্বাগ্রে নদী পার হইতে হইবে, তখন সে পথপ্রদর্শক * মহোৎসাহকে ডাকাইয় আপনার এই সমস্ত বিষয় জানাইল। তাহাতে সে কহিল, ইহা শুনিয়া আমি অতিশয় আনন্দিত হইলাম ; আর সেই সূত যদি জামাকেও ডাকিত, তবে আমি আরো জাঙ্কাদিত হইতাম ৭ পরে কিরূপ আয়োজন করিয়া গমন করিতে হয়, ইহার পরামর্শ আপনি জামাকে দিউন, "শ্ৰীষ্টীয়ালী এই কথা