পাতা:যাত্রিকের গতি.djvu/৪৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४ १ ९ কহিলে সে তাছাকে উপযুক্ত শিক্ষা দিয়া কহিল, তোমার প্রস্থান কালে আমরাও নদীর তীয় পৰ্য্যন্ত তোমার সঙ্গে ২ যাইব । পরে “ শ্ৰীষ্টীয়ানী অাপন সন্তানদিগকে ডাকাইয়া অাশীৰ্ব্বাঙ্গ করিয়া কহিল, তোমাদের ললাটে অঙ্কিত চিকু অদ্যাপি সুদৃশ্য দেখিতেছি, এবং তোমরা আমার সঙ্গে এখানে আসিয়া পহছিয়াছ, এবং আপন ২ বস্ত্র এমত গুজ রাখিয়াছ, ইহাতে আমি অতিশয় সাত্তন। প্রাপ্ত হইলাম। পরে তাহার যে যৎকিঞ্চিৎ সংস্থান ছিল, তাহা দরিদ্রদিগকে দান করিতে কহিয়া পুত্র ও বধূদিগকে জাজ্ঞা দিল, তোমাদিগকেও ডাকিতে দূত আসিবে, অতএব তাহার আগমনের অপেক্ষায় প্রস্তুত হইয়া থাক । পথপ্রদর্শককে ও অপপন সন্তানদিগকে এই সকল কথা কহিলে পরে - খ্ৰীষ্টীয়ানী - সত্যবীরকে ডাকাইয়। কহিল, হে মহাশয়, তুমি যেমন সকল কার্য্যে আপনাকে বিশ্বস্ত দেখাইয়াছ, তেমনি মরণ পর্য্যন্ত বিশ্বস্ত থাকিও ; তাহা হইলে আমার রাজ তোমাকে জীবনমুকুট দান করিবেন। আর বিনয় করি, অামার সন্তানদিগের প্রতি দৃষ্টি রাখিবা। যদি কোন সময়ে তাহাদিগকে পরিশ্রান্ত দেখ, তবে তাহাদিগকে সাত্মনাবাক্য কহিব। আমার প্রিয় পুত্রবধুর বিশ্বস্তরূপে আচরণ করিয়া আসিতেছে ; তাহাতে ভরসা করি, শেষাবস্থায় তাহারা অঙ্গীকৃত ফল পাইবে । . পৰুে সে অটলচরণকে ডাকাইয়া কিছু না বলিয়া তাকে একটা আঙ্গুরী দান করিল। • তদুনন্তর সে বৃদ্ধ • সরলাত্মাকে ডাকাইয় তাহাকে জামিতে দেখিয়া কছিল, ঐ দেখ, এক জন নিষ্কপট প্রকৃম্ভণইক্সায়েল ক্লাৰু। পরে "সরলাত্মা কহিল, ৰে