পাতা:যাত্রিকের গতি.djvu/৪৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্রীষ্টীয়ানীর প্রয়াগ । 8 8O দিনে ভূমি সিয়োন পৰ্ব্বতারোহণে প্রস্থান করিব, সে দিন নিৰ্ম্মল হউক, এই আমার বাসনা। আর তোমাকে শুস্ক চরণে নদী পার হইতে দেখিলে আমি পরমালাদিত হইব। ইহা শুনিয়া - খ্ৰীষ্টীয়ানী উত্তর করিল, মলিন কিম্বা নিৰ্ম্মল, যে প্রকারই দিন হউক, অামি যাইবার আকাঙ্ক্ষা করিতেছি । গমনকালে আকাশ মলিন হইলে ক্ষতি নাই, কেননা সেখানে গিয়া পহছিলে আমি ৰসিয়া বিশ্রাম করিতে ও অঙ্গের জল শুকাইতে অনেক অবকাশ পাইব । পরে অতি বিশিষ্ট • পতনোমুখ তাহাকে দেখিতে অাইলে সে কছিল, এ পর্য্যন্ত তোমার যাত্র অতি ক্লেশজনক হইয়াছে, কিন্তু ইহাতে তোমার বিশ্রাম অারে। সুখদায়ক হইবে। তুমি সতক হইয়া প্রস্তুত থাক, কেননা অনপেক্ষিত সময়ে দূত আসিয়া উপস্থিত হইতে পারে । অনন্তর নিরাশ ও * ভয়াকুলা নামী তাহার কন্য অাইলে * খীষ্টীয়ানী তাহাদিগকে কহিল, দুরন্ত • আশাভঙ্গের হস্ত হইতে এবং * সংশয়দুর্গহইতে তোমরা বে উদ্ধার পাইয়াছ, তাহা সৰ্ব্বদা কৃতজ্ঞতা পুৰ্ব্বক স্মরণ করা তোমাদের উচিত। সেই উদ্ধাররূপ অনুগ্রহের ফল এই, যে তোমরা নিরাপদে এ স্থানে উপনীত হইয়াছ। অতএব শঙ্ক পরিত্যাগ করিয়া সতর্ক হও, এবং সুস্থির হইয়া শেষ পর্য্যন্ত ভরসা রাখ । তৎপরে সে * ক্ষীণমনাকে কছিল, তমি যেন অনন্ত কাল পর্য্যন্ত অমরগণের তেজেতে প্ৰাণ ধারণ করিয়া আপন রাজার দর্শনে তৃপ্ত হও, এ জন্যে দুরন্ত “সাধুহস্তার মুখহইতে উদ্ধৃত হইয়াছ । অতএব তোমাকে পরামর্শ দিই, প্রভুর দয়ার বিষয়ে সন্দিগ্ধ ও ভীত হওনে তোমার মনের যে প্রবৃত্তি আছে, সময় থাকিতে