পাতা:যাত্রিকের গতি.djvu/৪৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 88 পতনোন্মুখের প্রয়াণ । অনুতাপ পূর্বক তাহ পরিত্যাগ কর; নতুবা তিনি যখন আসিবেন, তখন কি জানি তাহার সম্মুখে দাড়াইলে তুমি সেই দোষের জন্যে লজ্জাম্বিত হইব। অনন্তর * খ্ৰীষ্টীয়ানীর প্রয়াণ দিন উপস্থিত হইলে তাহার গমন দেখিতে লোকেতে পথ পরিপূর্ণ চইল ; এবং তাহাকে উৰ্দ্ধে লইয়া যাইবার নিমিত্তে স্বৰ্গপুরহইতে অনেক অশ্ব রথ আসিয়া নদীর পরপারে দ্যডাইল । তাছাতে সে বাহির হইয়া ইঙ্গিতদ্বারা পশ্চাদামি লোকদের নিকটে বিদায় লইয়া নদীতে প্রবেশ করিল । তখন, “ হে প্রভো, তোমার সহবাসে তোমার ধন্যবাদ করিতে অামি যাইতেছি,” তাহার এই কথামাত্র শেষে শুনা গেল। পরে তাহার জন্যে উপস্থিত অশ্বরথাদি তাহাকে সকলের দৃষ্টিহইতে লইয়া গেলে তাহার পুজ মিত্ৰাদি স্ব ২ স্থানে প্রস্থান করিল। - খ্ৰীষ্টীয়ানী স্বৰ্গদ্বারে উপস্থিত হইয়া আহ্বান করণানন্তর স্বামির ন্যায় আনন্দোৎসবে তন্মধ্যে প্রবিষ্ট হইল । তাহার প্রয়াণে তাহার সন্তান সকল ক্ৰন্দন করিতে লাগিল, কিন্তু ° মহোৎসাহ ও - সত্যবীর আহাদযুক্ত হইয়া সুস্বর বাদ্য বাদন পূর্বক আমোদ করিতে লাগিল । এই রূপে সকলে স্ব ২ স্থানে ফিরিয়া আইল । কিছু কাল পরে সেই নগরে অার এক রাজদূত আসিয়া • পতনোন্মুখের অনুসন্ধান করিয়া তাহাকে পাইয়। কহিল, তুমি পলু হইয়াও যে প্রভুকে প্রেম করিয়া অনুগমন করিয়াছ, তৎকর্তৃক আমি তোমার নিকটে প্রেরিত হইয়৷ এই সংবাদ দিতেছি, নিস্তারপর্বের পরদিবসে তাহার রাজ্যে তাছার সঙ্গে ভোজন পানার্থে তিনি তোমাকে নিমন্ত্রণ করিতেছেন । অতএব তথায় গমন করিবার জন্যে সসজ হও । এই কথা কহিয়। সে