পাতা:যাত্রিকের গতি.djvu/৪৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्लेीश्रृशनiङ्ग ॰वंश्चi५ ॥ 88 (t যে বিশ্বাস্য দূত, তাহার নিদর্শনস্বরূপ এই বাক্য কহিল, যথা, “আমি তোমার সুবর্ণবাৰ্টী ভাঙ্গিয় রূপার তার নরম করিয়াছি।” উপ ১২, ৬। অনন্তর • পতনোন্মুখ সহষাত্রিদিগকে ডাকাইয়া কহিল, ঈশ্বর অামাকে ডাকিয়াছেন, এবং তিনি তোমাদের প্রতিও দৃষ্টিপাত করিবেন। ইহা কহিয়া সে বিষয়বিভাগের নিয়মপত্র লিখিতে *সত্যবীরকে বিনয় করিল ; ফলতঃ তাহার যষ্টি ও আশীৰ্ব্বাদ ব্যতীত আর কিছু ধন না থাকাতে সে এই আজ্ঞা করিল, আমার যে পুত্র আমার অনুগামী হইবে, সে যেন আমা অপেক্ষা শতগুণে উত্তম হয়, এমত আশীৰ্ব্বাদের সহিত আমার এই ষষ্টিদ্বয় তাহাকে প্রদান করি। তৎপরে * মহোৎসাহ পথেতে তাহার প্রতি যে সকল সাহায্য ও অনুগ্রহ করিয়াছিল, তজ্জন্য সে কৃতজ্ঞতা স্বীকার করিয়া গমনার্থে প্রস্তুত হইল। পরে নদীতীরে উপস্থিত হইয়া কহিল, এই যষ্টিতে আমার আর প্রয়োজন নাই; দেখ, আমাকে লইয়া যাইবার নিমিত্তে অশ্বরথাদি ওপারে উপস্থিত আছে । তখন সে নদীতে নামিয়া, “ হে অনন্ত জীবন, আমি তোমাকে বন্দনা করি,” এই কথা কহিয়া পারে গেল। কিয়ৎকালানন্তর * ক্ষীণমনাও সংবাদ পাইল, যে তাহণৱ বাসার দ্বারে দূত আসিয়া শিঙ্গা বাজাইতেছে। পরে ঐ দূত ভিতরে প্রবিষ্ট হইয়া কহিল, তোমাতে প্রভুর প্রয়োজন আছে; অতএব অত্যন্প কালের মধ্যে তোমাকে তাহার তেজোময় মুখের দর্শন পাইতে হইবে, ইহা তোমাকে জানাইতে আসিয়াছি। আর আমার সংবাদ যে সত্য, তাহার প্রমাণ এই, যথা, ** গবাক্ষ দিয়া দর্শনকারিণী অন্ধীভূত হইবে।” তাহাতে • ক্ষীণমন আত্মীয় ཟླ་སྔུལat་ས་ ডাকাইয়া উক্ত সংবাদ ও তাহার N