পাতা:যাত্রিকের গতি.djvu/৪৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 b নিরাশের ও ভয়াকুলার প্রয়াণ । প্রমাণস্থচক চিকু তাহাদিগকে অবগত করাইয়া কছিল, কাহাকে কিছু দিয়া যাইতে আমার কিছুই নাই ; অতএব দানপত্র লিখিবার প্রয়োজন নাই। আমার যে ক্ষীণ মন অাছে, তাহা আমি ফেলিয়া দিব, কেননা যেখানে যাইতেছি, সেখানে তাহা কোন কার্য্যেরই হইবে না, এবং এখানে তাক কোন দরিদ্র যাত্রিকেও দিবার যোগ্য নহে। অতএব হে * সত্যবীর, আপনি তাহা গোময়রাশিতে পুঁতিয়া ফেলিবেন। অনন্তর তাহার প্রয়াণের সময় উপস্থিত হইলে সে পূৰ্ব্বগত ব্যক্তিদের ন্যায় নদীতে প্রবেশ করিয়া “হে আমার বিশ্বাস, হে আমার ধৈর্য্য, আমাকে ছাড়িও না,’’ এই কথা কহিয়া পার হইয়া গেল । বহু দিন গত হইলে পর সেই দূত পুনৰ্ব্বার আসিয়া * নিরাশকে ডাকিয়া এই বার্তা দিল, হে কম্পিতকলেবর, আগামি প্রভুর দিবসে তোমাকে রাজার সম্মুখে উপস্থিত হইয়। সকল সংশয়হইতে মুক্তি পাইয়া আনন্দধ্বনি করিতে হইবে, অতএব তজ্জন্যে প্রস্তুত হও । আর এই কথা যে সত্য, তাহার এই চিকু লও। ইহা কহিয়া দূত তাহার “ভারস্বরূপ এক ফড়িঙ্গ ’ তাহাকে দিল । উপ ১২, ৫ । সেই - নিরাশের * ভয়াকুল নামী কন্যা এই সকল শুনিয়া কহিল, আমিও পিতার সঙ্গে গমন করি। তখন তাহার পিতা বন্ধুদিগকে কহিল, আমি ও আমার কন্য। কি পৰ্য্যন্ত দুর্বল এবং সহযাত্রি সকলের ক্লেশজনক হইয়াছি, তাহা তোমরা বিলক্ষণ জান। সম্প্রতি আমার ও আমার কন্যার বাসন এই, আমরা গেলে পরে আমাদের * নৈরাশ্য ও * ভীতি যেন কখন কাহারো নিকটে আশ্রয় না পায় ; কেননা অামি জানি, আমাদের মরণানন্তর তাহারা অন্যান্য লোকের নিকটে আতিথ্য চাহিবে; কিন্তু দেখ, স্পষ্ট কহিতে গেলে, তাহারা ভূত। আমরা যাত্রার অং