পাতা:যাত্রিকের গতি.djvu/৪৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরলাত্মার প্রয়াণ । 8 8 ዓ রন্তকালে তাহাদিগকে স্থান দিয়া পশ্চাৎ অার দূর করিতে পারিলাম না। ইহার পরে তাহারা অন্যান্য যাত্রিকের নিকটে প্রতিপালনার্থী হইয়া বেড়াইবে। অতএব প্রার্থনা করি, তোমরা আমাদের দুঃখ স্মরণ করিয়া তাহাদিগকে তাড়াইয়া দিবা। পরে প্রস্থান সময় উপস্থিত হইলে তাহার। দুই জনে নদীর তীরে গেল । সেখানে, “ হে রাত্রি, বিদায় হও ; হে দিন, আইস,” * নিরাশ এই কথা কছিয়া নদীতে প্রবিষ্ট হইয়া পার হইয়া গেল। তাহার কন্যাও গান করিতে ২ গেল ; কিন্তু সে কি গাইল, তাহ কেহ বুঝিতে পারিল না। তাহার অনেক দিন পরে সেই নগরে ভাজদূত আসিয়৷ * সরলাত্মার বাসস্থান অনুসন্ধান পূৰ্ব্বক তাহার উদ্দেশ পাইয়া এই লিপি তাহার হস্তে সমপণ করিল, যথা, সপ্তাহের মধ্যে তোমাকে আপন প্রভুর পিতৃগৃহে তাহার সাক্ষাতে উপস্থিত হইতে হইবে, অতএব প্রস্তুত থাকিবার আদেশ তোমাকে দেওয়৷ যাইতেছে। অার আমার এই সমাচার যে সত্য, তাহার নিদর্শন এই, যথা, “ তোমার বাদ্যকারিণী কন্যাগণ ক্ষীণ হইবে।” উপ; ১২, ৪। এই সংবাদ পাইয়া - সরলাত্মা বন্ধুদিগকে ডাকাইয়া কহিল, দেখ, আমি মরি, কিন্তু দানপত্র লিখিয় যাইব না। আমার যে সরলতা তাহা অামার সঙ্গে যাইবে, এ কথা আমার পশ্চাদগামিদিগকে কহিও । পরে তাহার প্রয়াণ দিন উপস্থিত হইলে সে অবিলম্বে নদী পার হওনার্থে যাত্রা করিল। তৎকালে ঐ নদী বৃদ্ধি পাওয়াতে কোন ২ স্থানে তাহার তীর জলাপ্লাবিত ছিল, তথাপি * সরলাত্মার কোন বাধা জন্মিল না । যেহেতুক নদী পার হওন কালে সাহায্য পাইবার নিমিত্তে সে জীবদ্দশায় • সৎসংবেদ 2 N ?