পাতা:যাত্রিকের গতি.djvu/৪৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

98ヶ সভ্যবীরের প্রয়াণ । নামক এক জনের সহিত নিয়ম করিয়াছিল । সে ব্যক্তি তদনুসারে তথায় উপস্থিত হইয়া সাহায্য করত তাহাকে পার করিয়া দিল। “প্রভুর অনুগ্রহের জয় হউক,” শেষে এই কথা কহিয়া • সরলাত্মা লোকান্তরে গমন করিল। পরে জনরব হইল, * সরলাত্মাকে সংবাদ দিতে ষে দূত আসিয়াছিল, সে সত্যবীরকেও তদনুরূপ সমাচার আনিয়া দিয়া তাহার সত্যতার এই প্রমাণ দিল, যথা, “উনুইতে তাহার কলস ভঙ্গ হইয়াছে।”.উপ; ১২, ৬। এই সংবাদ অবগত হইয়। - সত্যবীর বন্ধুগণকে ডাকাইয়। তদ্বিষয় জ্ঞাত করিয়া কহিল, আমি পিতার গৃহে চলিলাম। আমি বড় কষ্টে এ পর্য্যন্ত আসিয়া পহুছিয়াছি বটে, তথাঞ্জি এই ক্ষণে তজ্জন্য কিছুমাত্র দুঃখ করি না। যে জন যাত্রাতে আমার অনুগামী হইবে, তাহাকে আমার খড়া দিব। আর আমার সাহস ও নৈপুণ্য যে পাইতে পারিবে, তাহাকেই দিব। কিন্তু আমার শরীরের এই সকল আঘাতচিছু সঙ্গে করিয়া লইয়া যাইব ; কেননা যিনি আমার প্রতিফলদাতা হইবেন, তাহার পক্ষে আমি যুদ্ধ করিয়াছি, ইহার সাক্ষিস্বরূপ ঐ আঘাতচিহ্ল সকল হইবে। পরে তাহার প্রয়াণৈর দিনে অনেকে নদী পর্য্যন্ত তাহার সঙ্গে ২ গেল, তাহাতে সে, “ হে মৃত্যে, তোমার হল কোথায় ?” এই কথা কহিয়া নদীতে প্রবিষ্ট হুইল । অনন্তর গভীর জলে নামিলে, “ হে কবর, তোমার জয় কোথায় ?” এই কথা কহিয়া নদী পার হইয়া গেল । তাহাতে পরপারে অনেক তুরীধ্বনি হইল। তদনন্তর যাত্রির মোহভূমিতে যে * অটলচরণকে প্রাথনা করিতে দেখিয়াছিল, তাছার নিমিত্তে আহ্বানপত্র আনীত হইল। ফলতঃ রাজদূত অনাবৃত এক পত্র হস্তে করিয় তাহার নিকটে আনিয়া দিল, তন্মধ্যে এই কথা