পাতা:যাত্রিকের গতি.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছিভেচ্ছকের সহিত কথোপকথন । ○○ তে ব্যাকুল হইয়া চিন্তা করিতেছিলাম, ইতোমধ্যে - মঙ্গলব্যঞ্জকের সহিত সাক্ষাৎ হওয়াতে আমি বঁাচিলাম ; তিনি না আইলে সেই স্থানে আমার কি দশা হইত, তাহা অামি বলিতে পারি না । এবং তৎকালে তিনি যে আমার নিকটে পুনৰ্ব্বার আসিয়া উপস্থিত হইলেন, ইহাতে আমার প্রতি নিতান্ত ঈশ্বরের অনুগ্রহ বুঝিলাম ; কেননা তাহা না হইলে আমি কখন এ স্থানে আসিতাম না। আমি যেমন লোক সেই অবস্থাতে আসিয়াছি ; ফলতঃ তোমার সহিত দাড়াইয়া আলাপ করি এমন যোগ্যপাত্র নহি, বরং পৰ্ব্বতহইতে পতনম্বারা মৃত্যুর যোগ্য বাট । কিন্তু আঃ, এমন হইলেও অামি যে এ স্থানে প্রবেশ করিতে পাইয়াছি, ইহাতে আমার প্রতি কেমন অনুগ্রহ প্রকাশ তাছা বলিতে পারি না ।

  • হিতেজুক কহিল, এ স্থানে আগমনের পূৰ্ব্বে যে যাহা করুক, তাহার নিমিত্তে আমাদের কোন আপত্তি নাই, সে কোন প্রকারে বহিস্কৃত হইবে না। হে প্রিয়

• খ্ৰীষ্টীয়ান, তুমি আমার সহিত কিছু দূর চলিয়া আইস, অামি তোমাকে গন্তব্য পথের বিষয়ে শিক্ষা দিব । তাছাতে “ শ্ৰীষ্টীয়ান তাহার সহিত কিছু দূর গমন করিলে সে কহিল, তুমি অগ্রে দৃষ্টি করিয়া দেখ, ঐ সংকীর্ণ পথ দেখিতে পাও কি না? ঐ পথ পিতৃগণ ও ভবিষ্যদ্বক্তৃগণ এবং শ্ৰীষ্ট ও তাঁহার শিষ্যেরা, এই সকলে নিৰ্ম্মাণ করিয়াছেন ; ঐ পথ এমন সোজা, যে বরং টেকুয়ার অাড়া আছে, তন্ত্রাপি ঐ পথের বক্রতা নাই ; ঐ পথ দিয়া তোমাকে যাইতে হইবে ।

  • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, বাহাদ্বারা বিদেশি লোক পথ হারাইতে পারে, এমত কোন পথ তো ইহাতে জাসিয়া মিলে নাই ?