পাতা:যাত্রিকের গতি.djvu/৫০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অটলচরণের প্রয়াণ । 38 y লিখিত ছিল, তুমি লোকান্তরে গমনার্থে প্রস্তুত হও, কেননা তুমি এত দূরে থাক, এমত তোমার প্রভুর অভিলাষ আর নহে। এ কথাতে. * অটলচরণ বিস্ময়াপন্ন হইলে দূত কহিল, আমার বার্তা যে সত্য, ইহার বিষয়ে তোমাকে সন্দেহ করিতে হইবে না ; দেখ, তাহার প্রমাণ এই দিতেছি ; “ কুপে তোমার চক্র ভগ্ন হইয়াছে।” উপ ১২, ৬ । তখন * অটলচরণ পথপ্রদর্শক * মহোৎসাহকে ডাকাইয়। কহিল, হে মহাশয়, যাত্রাকালীন অণপ দিন মাত্র তোমাকে সঙ্গী পাইয়াছিলাম ; কিন্তু যদবধি তোমাকে জানিয়াছি, তদবধি তুমি আমার হিতকারী হইয়াছ। দেখ, মহাশয়, আমি স্ত্রী ও পাচটী শিশু সন্তান ঘরে ফেলিয়া আসিয়াছি। আর ভুমি যে অন্যান্য যাত্রিদের পথপ্রদর্শক হইবার নিমিত্তে নিজ প্রভুর গৃহে ফিরিয়া যাইবা, ইহা আমি নিশ্চয় জানি। অতএব বিনয় করি, যখন তথায় ফিরিয়া যাইবা, তখন আমার পরিজনগণের নিকটে লোক পাঠাইয়া, অামার প্রতি যাহা ঘটিয়াছে ও ঘটিতে উদ্যত আছে, তাহা জানাইবা । বিশেষতঃ আমি শুভ গমন পুৰ্ব্বক এই পৰ্য্যন্ত আসিয়াছি, সম্প্রতি পরম সুখ পাইবার আশাতে প্রফুল্লচিত্ত আছি, আমার বাটীতে এই সমাচার দিব। অধিকন্তু * খ্ৰীষ্টীয়ান ও তাহার স্ত্রী - খ্ৰীষ্টীয়ানীর বিবরণ তাহাদিগকে জানাইবা, বিশেষতঃ খ্ৰীষ্টীয়ানী পুত্ৰগণ সমভিব্যাহারে কিরূপে * খ্ৰীষ্টীয়ানের পশ্চাদগামিনী হইয়াছে, ও কোথায় গিয়া পহুছিয়া কেমন সুখ প্রাপ্ত হইয়াছে, তাহাও অবগত করাইবা । পরিজনগণকে দান করিতে প্রার্থনা ও নেত্রজল ব্যতিরেকে আমার আর কিছুই নাই। ইহা তাহাদিগকে জ্ঞাত করিলে তুমি আমাকে বাধিত করিবা; ঈশ্বরের অনগ্রহে তাহা সফল হইতে পারে।