পাতা:যাত্রিকের গতি.djvu/৫০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 Фе অটলচরণের প্রয়াণ । এই প্রকার নিয়ম করণানন্তর প্রয়াণ সময়ে * অটলচরণ ত্বরা করিয়া নদীতীরে গমন করিল। তৎকালে নদীর জল স্থির ছিল, তন্নিমিত্তে সে তাহার মধ্যস্থল পৰ্য্যন্ত গিয়া দাড়াইয়া কিছু ক্ষণ তীরস্থ সঙ্গিদের প্রতি এই রূপ কথা কহিতে লাগিল, দেখ, এই নদীতে অনেকে ভয় পাইয়াছে । আর আমিও কত বার ইহার বিষয় চিন্তা করিয়া ভয় পাইয়াছিলাম। কিন্তু সম্প্রতি সুস্থির আছি, কেননা যদ্দন নদী দিয়া ইস্রায়েল লোকদের গমন কালে নিয়মসিন্দুক বহনকারি যাজকগণের চরণ যাহাতে নির্ভর দিয়াছিল, আমার চরণও তাঙ্গাতেই নির্ভর দিতেছে। এই জল জিহাতে তিক্ত এবং উদরে শীতজনক বটে, কিন্তু গন্তব্য স্থানের উৎকৃষ্টতা এবং পরপারে প্রাপ্য ঐশ্বৰ্য্যের আলোচনাতে আমার মন দৃঢ় আকাজক্ষায় উত্তপ্ত হইতেছে। এই ক্ষণে আমি যাত্রার সীমাতে উপস্থিত হইয়াছি, আমার ক্লেশের দিন শেষ হইয়াছে। আমার নিমিত্তে র্যাহার মস্তকে কন্টকমুকুট ও বদনে খুখু দেওয়া গিয়াছিল, তাহার সহিত সাক্ষাৎ করিতে যাইতেছি । পুৰ্ব্বে আমি প্রতিশ্রুত ও বিশ্বাসজীবী ছিলাম, এখন দর্শনজীবী হইতে যাইতেছি। যাহার সহবাসে আমার পরম প্রীতি, তাহার সহিত থাকিব । আমার প্রভুর প্রশংসা শ্রবণে সৰ্ব্বদা আমার মনের অামোদ হইত ; আর যে ২ স্থানে তাহার পদচিহ্ল দেখিতাম, সেই ২ স্থানে পদার্পণ করিতে প্রয়াস করিতাম । আমি তাহার নাম কস্তৃরীর ন্যায় সৰ্ব্বাতিরিক্ত সুগন্ধরূপে মান্য করিতাম, ও তাহার স্বর আমার কর্ণে অতি সুশ্রাব্য ছিল । এবং স্থৰ্য্যোদয় দর্শনাভিলাষিদের অপেক্ষ আমি তাহার মুখঞ্জ দেখিতে অধিক ইচ্ছা করিতাম। এবং তাহার বাক্য সকল অতি সুখাদ্য ও মহৌষধিস্বরূপ জানিয়!