পাতা:যাত্রিকের গতি.djvu/৫০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 & 3. গীত ৷ ষদি যাইতে পারি যীশুর রাজ্যে তবে প্রাণ বাচে, এ দেশে কাল ২ গে। এদেশে কাল অাছে । চল ২ সকল প্রিয় ভাই সিয়োনে যাব, হেথা মৃত্যু কেন ভোগি সেখী জীবনে রব। এই ধ্ব^স্য নগর ছাড়ি প্রেমের ভাই, অত্র রায় চল্য সেথ, মোরা পলাইয়! যাই । সে জীবনের অধিকারে মৃত্যু যাইতে নাছি পারে, কত জন সে ভুবনে অমর হইয়াছে। ওহে ভাই যদি পলাবে তবে প্রাণ বাfচবে, আজ্ঞা পালি যীশু বল) চল র্তার কাছে । সিদোম ছাড়া যেমন পলাইল লোটের পরিবার; কিন্তু আজ্ঞা লঙ্ঘনেতে তার জায়ার সAহার । সে লোভেতে মোহিত হয়31 দেখাছিল পিছে চায়g1, করা মায়া লোটের জায় লবণ হইয়1 অাছে ॥ ওহে ভাই সেতে সুখধাম তাহে মোদের নাম, প্রজা বল্য রাজা আপন খাতায় তুল্যাছেন। পথে কত আপদ অাছে ভাই যাইতে সিয়োনে, . যীশুর চরণ ধ্যান করিলে যাব আনন্দ মনে । এখন সকল দুঃখ স্বীকার করি চল সভাই আরাঙ্গরি, মোদের তরে নৃপবরে মুকুট রাখিয়াছেন ॥