পাতা:যাত্রিকের গতি.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७९ হিতেলুকের সহিত কথোপকথন ।

  • হিতেজুক কহিল, ই, অনেক ২ পথ আসিয়া এই পথে মিলিয়াছে, কিন্তু সে সকল পথ বাকা ও প্রশস্ত, প্রকৃত যে পথ সে সোজা ও সংকীর্ণ ; অতএব এই চিকুদ্বারা ভাল মন্দ পথ জানিতে পারিবা।

পরে স্বপ্নেতে দেখিলাম, যেন ঐ * খ্ৰীষ্টীয়ান *হিতেছুক্ষকে এই কথা জিজ্ঞাসা করিল, আমি এত কাল পর্য্যন্ত পৃষ্ঠে এই ভারগ্রস্ত হইয়া কোন স্থানেই মুক্ত হইতে পারি নাই, কারণ উপকার লাভ ব্যতিরেকে মুক্ত হইবার কোন উপায় নাই ; অতএব এক্ষণে মহাশয় আমার পৃষ্ঠের ভারহইতে মুক্ত করণ বিষয়ে উপকার করিতে পারেন । কি না ? তাহাতে “হিতেজুক কহিল, যাবৎ তুমি মোচনস্থানে উপস্থিত না হইবা, তাবৎ ধৈর্য্য ধরিয়া স্থিরচিত্ত হও, সে স্থানে উপস্থিত হইলে তোমার বোঝা আপনি পৃষ্ঠহইতে পড়িয়া যাইবে । so এ কথা শুনিয়া • গ্রীষ্টীয়ান কটিদেশ বদ্ধ করিয়া পথযাত্রাতে প্রবৃত্ত হইল । তাহাঁতে “হিতেজুক কহিল, তুমি এ দ্বারহইতে অলপ দূর গেলেই অর্থকারকের বাটাতে উপস্থিত হইবা, সেখানে গিয়া দ্বারে আঘাত করিলে তিনি তোমাকে উত্তম-বিষয় জানাইবেন । তাহাতে “ শ্রীষ্টীয়ান আপন বন্ধুকে প্রণাম করিলে পর, ঈশ্বর তোমার মঙ্গল করুন, এ কথা কহিয়া “ হিতেজুক *গ্ৰীষ্টীয়ানকে বিদায় করিল। @ च थTाँझ ॥ অপর এই রূপে * গ্ৰীষ্টীয়ান ক্রমে ২ * অর্থকারকের