পাতা:যাত্রিকের গতি.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্থকারকের সহিত সাক্ষাৎ । VII এক জন দ্বারের নিকটে আসিয়া জিজ্ঞাসা করিল, এ স্থানে কেটা ? তাহাতে * গ্ৰীষ্টীয়ান উত্তর দিয়া কহিল, হে মহাশয়, এই স্থানে আমি এক জন যাত্রিক দাড়াইয়া আছি । এই বাটীর কৰ্ত্তার পরিচিত এক জন আমাকে লাভের নিমিত্তে এই স্থানে আসিতে অনুমতি দিয়াছেন ; অতএব আমি এই বাটীর কৰ্ত্তার সহিত এক বার সাক্ষাৎ করিতে বাঞ্ছা করি । * তাহাতে সে ব্যক্তি বাটীর কর্ভাকে ডাকিতে গেলে অপ ক্ষণ বিলম্বে ঐ কর্তা - খ্ৰীষ্টীয়ানের নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কোথাহইতে আসিয়াছ ? এবং তোমার প্রার্থনীয় বা কি ? তাহাতে - খ্ৰীষ্টীয়ান কহিল, মহাশয়, আমি ধ্বংসানগরহইতে আসিয়াছি, এবং সীয়োন নামক পৰ্ব্বতে যাইব । এই পথের মস্তকে স্থিত দ্বারে যে ব্যক্তি নিযুক্ত আছে, তাহারই মুখে শুনিলাম, এ স্থানে আইলে আপনি আমাকে যাত্রার উপযোগি উত্তম বিষয় দেখাইবেন ; অতএব সেই আশাতে মহাশয়ের কাছে আসিয়াছি । তখন * অর্থকারক কহিলেন, তবে ভিতরে আইস, আমি তোমাকে হিতজনক বিষয় দেখাই । এ কথা কহিয়া ভৃত্যকে প্রদীপ জ্বালিতে আজ্ঞা দিয়া - খ্ৰীষ্টীয়ানকে কহিলেন, তুমি আমার পশ্চাৎ ২ আইস । এই রূপে * গ্ৰীষ্টীয়ানকে একটি গুপ্ত কুঠরীর মধ্যে লইয়া গিয়া তাহার এক দ্বার খুলিতে ভূত্যকে আজ্ঞা দিলেন। তাহাতে ঐ দ্বার খুলিবামাত্র, "গ্ৰীষ্টীয়ান কোন সুধীর লোকের ছবি ঘরের দেওয়ালে টাঙ্গান দেখিল ; ঐ ছবির আকার এই, যে স্বর্গের প্রতি উৰ্দ্ধদৃষ্টি, এবং সর্বোত্তম পুস্তক হস্তেতে, এবং সত্যতার নিয়ম মুখে বিরাজমান, আর