পাতা:যাত্রিকের গতি.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S)8 ●र्थम*füयाज़ झदि । জগতের প্রতি পশ্চাৎ করিয়া আছে, এবং মনুষ্যদিগের সহিত বিনয়কারি পুরুষের ন্যায় দণ্ডায়মান, এবং ঐশ্বর্ষ্যের মুকুটেতে তাহার মস্তক সুশোভিত হইয়াছে। এই রূপ ছবি দেখিয়া - খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসা করিল, মহা*可, ইহার অর্থ কি *

  • অর্থকারক কহিলেন, তাহ শুন, যে ব্যক্তির এই ছবি, তিনি অযুতের মধ্যে প্রধান। তিনি পোলের ন্যায় এই কথা কহিতে পারেন, খ্ৰীষ্টধৰ্ম্মে তোমাদের যদি দশ সহস্ৰ পথদশক হয়, তথাচ তোমাদের পিতা অনেক নয়, কেননা স্বীশু খ্রীষ্টের সুসমাচারদ্বারা আমি তোমাদিগকে জন্ম দিয়াছি।’ ‘আর হে আমার বালকেরা, তোমাদের অস্তরে যাবৎ খ্ৰীষ্ট মূৰ্ত্তিমান না হন, তাবৎ আমি পুনৰ্ব্বার বেদনাতে তোমাদিগকে প্রসব করিতেছি।’ তিনি স্বগের প্রতি উৰ্দ্ধদৃষ্টি ও সৰ্ব্বোত্তম পুস্তকধারী এবং সত্যতার নিয়ম বিশিষ্ট হইয়া মানুষের প্রতি বিনয়কারি লোকের ন্যায় দাড়াইয়া আছেন দেখিতেছ, ইহাদ্বারা পাপিষ্ঠ লোকদের সমস্ত বিষয় জ্ঞাত হওয়া, এবং তাছাদের প্রতি গোপনীয় বিষয় প্রকাশ করা তাহার কৰ্ম্ম, ইহাই জানা যাইতেছে । এবং জগতের প্রতি যে পশ্চাৎ করিয়া আছেন, আর তাহার মস্তকে যে মুকুট দেখিতেছ, ইহাতে এই জানা যাইতেছে, যে তিনি আপন কৰ্ত্তার সেবা ও প্রেম প্রযুক্ত ঐহিক বিষয়কে তুচ্ছ করিয়া পারত্রিক ঐশ্বৰ্য্যরূপ ফল অবশ্য পাইবেন । এই রূপ কহিয়৷ * অর্থকারক শেষে কছিলেন, আমি তোমাকে সকলের অগ্রে এই ছবি দেখাইলাম, ইহার কারণ এই, তুমি যে দেশে যাইতেছ, সেই দেশের কর্তী যাত্রায় সমস্ত সঙ্কটস্থানে তোমাকে পথ দেখাইবার ভার যে ব্যক্তিকে সমপণ করিয়াছেন, এই ছবি তাহার জানিবা; অতএব আমি তোমাকে যাহ। ২ দেখাই