পাতা:যাত্রিকের গতি.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SలిS অধৈর্য ও সধৈর্য্য। অার তুমি দেখিয়াছ, ঐ কন্যা কুঠরীতে জল ছিটাইলে ঘর সুখে পরিস্কৃত হইল, তাহাতেও ইহা জানা যাইতেছে, ষে যখন সুসমাচার আপন মধুর কোমল প্রাবর্তককে সঙ্গে লইয়া মনোমধ্যে প্রবিষ্ট হয়, তখন যেমন তুমি জল ছিটানদ্বারা ধূলি নিবৃত্ত করিতে ঐ কন্যাকে দেখিয়াছ, তেমনি সে মনোমধ্যে গিয়া পাপকে পরাজয় করে, তাহাতে বিশ্বাসদ্বারা মন পরিস্কৃত হইয়া মহামহিম রাজার উপযুক্ত বাসস্থান হয়। অপর অামি স্বপ্নেতে দেখিলাম যেন ঐ * অর্থকারক * খ্ৰীষ্টীয়ানের হাত ধরিয়া সে কুঠরীহইতে অন্য এক ক্ষুদ্র কুঠরীর মধ্যে লইয়া গেলেন। সে ঘরে দুই ছোট বালক আপন ২ চেকিতে বসিয়াছিল, তাহার জ্যেষ্ঠের নাম * অধৈর্য্য ও কনিষ্ঠের নাম * সধৈর্য্য, কিন্তু তাহার মধ্যে * অধৈৰ্য্যকে অসন্তুষ্টের ন্যায় দেখিয়া - খ্ৰীষ্টীয়ান * অর্থকারককে জিজ্ঞাসা করিল, ঐ * অধৈর্য্যকে এমন অসন্তুষ্ট দেখিতেছি কেন ? তাহাতে * অর্থকারক কহিতে লাগিলেন, তাহার কারণ এই, ঐ বালকের কর্তার ইচ্ছা যে তাহার উত্তম বস্তু সকল কিছু কাল বিলম্ব করিয়া আগামি বৎসরের প্রথমেতে তাহাকে দেন, কিন্তু ঐ বালক ক্ষণেক কালও বিলম্ব না সহিয়া এই ক্ষণে সকল চাহে ; * সধৈর্য্য তাহার মত না হইয়। বিলম্ব করিতে সম্মত আছে। ইতোমধ্যে আমি দেখিলাম যেন কোথাহইতে এক • ব্যক্তি আসিয়া এক থলিয়া ধন আনিয়া ঐ * অধৈৰ্য্যের পায়ে ঢালিয়া দিল, তাহাতে সে বড় আহলাদিত হইয়া ঐ ধন কুড়াইয়া সধৈৰ্য্যকে বিক্রপ করিতে লাগিল ; কিন্তু অামি দেখিলাম, সে অন্প ক্ষণের মধ্যেই সেই সকল ধন উড়াইয়া ফেলিল, তাহাতে কেবল নেক্কড়া বিনা আর কিছু তাহার অবশিষ্ট থাকিল না।