পাতা:যাত্রিকের গতি.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিত্য বদ্ধিষ্ণু অগ্নি । చి) না হইয়া বরং অধিক প্রজ্বলিত ও তেজস্বী হইয়। উঠিতেছে । - ইহ দেখিয় গ্রীষ্টীয়ান “অর্থকারককে জিজ্ঞাসা করিল, মহাশয়, ইহার অভিপ্রায় কি ? অামাকে বলুন । তাহাতে * অর্থকারক কহিতে লাগিলেন, শুন, অন্তঃকরণে সপ্রকাশ ষে ঈশ্বরের অনুগ্রহের গুণ তাহাই এই অগ্নি ; এবং তাহা নিবাইবার জন্যে জল নিক্ষেপ করিতেছে যে ব্যক্তি সে * শয়তান। আর জল দিলেও ঐ অগ্নি যে না নিবিয়া উত্তর ২ জ্বলিতেছে, তাহার কারণ যদি দেখিতে চাও, তবে অামার সঙ্গে আইস । এ কথা কহিয়া তিনি - খ্ৰীষ্টয়ানকে ঐ দেওয়ালের পশ্চাদদিগে লইয়া গেলেন ; সেখানে তৈলপাত্র হস্তে করিয়া নিত্য ২ গুপ্ত রূপে অগ্নিতে তৈল দান করে, এমন এক ব্যক্তিকে * খ্ৰীষ্টীয়ান দেখিল। তাহাতে জিজ্ঞায়া করিল, মহাশয়, ইহার তাৎপৰ্য্য কি ? * অৰ্থকারক কহিলেন, এই ষে লোককে দেখিতেছ ইনি খ্ৰীষ্ট। তিনি অন্তঃকরণের মধ্যে আরব্ধ কাৰ্য্য অনুগ্রহরূপ তৈলদ্বারা বৃদ্ধি করাইতেছেন, এ কারণ • শয়তান সাধ্য পৰ্য্যন্ত বাধা জন্মাইলেও প্রভুর লোকদিগের মনোমধ্যে অনুগ্রহের গুণ সৰ্ব্বদা সপ্রকাশ থাকে। আর এই ব্যক্তি ষে দেওয়ালের পশ্চাৎ দাড়াইয়া অগ্নি বাড়ায়, ইহার তাৎপর্ষ্য এই যে অন্তঃকরণের মধ্যে অনুগ্রহের কৰ্ম্ম কিসে রক্ষা ও বৃদ্ধি পায়, তাহা বুঝা পরীক্ষিত লোকের সুকঠিন। তদনন্তর “ অর্থকারক খ্ৰীষ্টীয়ানের হস্ত ধরিয়া সেখানহইতে অার এক স্থানে লইয়া গেলেন। সে স্থানে অতি মনোহর সুদৃশ্য এক অট্টালিকার উপরে স্বর্ণ বস্ত্রে ভূষিত কতক গুলিন লোককে দেখিয়া শ্ৰীষ্টীয়ান পর मोङ्लोनिङ इङ्ग्रेक्ष । к 2