পাতা:যাত্রিকের গতি.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o বীরের গৌরবপ্রাপ্তি। ভিতরে যাইতে পারি কি না ? তাহাতে “ অর্থকারক তাহাকে কিছু না বলিয়া তাহার হাত ধরিয়া সেই অট্টালিকার দ্বারের নিকটে লইয়া গেলেন। তাহাতে - খ্ৰীষ্টীয়ান দেখিল, যে ঐ দ্বারের কিঞ্চিদূরে এক মঞ্চের নিকটে এক জন মনুষ্য ঐ অট্টালিকার দ্বারে প্রবেশকারি লোকদিগের নাম লিখিবার জন্যে এক খানি পুস্তক এবং কালী কলম সম্মুখে রাখিয়া বসিয়া আছে । আর অনেক ২ লোক ঐ দ্বারে প্রবেশ করিতে বাঞ্ছা করিলেও ভয় প্রযুক্ত প্রবিষ্ট হইতে না পারাতে সকলে একত্র হইয়া দ্বারের নিকটে দাড়াইয়া আছে । তাহার কারণ এই, যে আর কতক গুলিন লোক সাধ্য অনুসারে ঐ সকল যাত্রিকদিগের হিংসা করিবার দৃঢ় প্রতিজ্ঞা করিয়া অস্ত্রাদিতে সুসজ্জ হইয়া দ্বারমধ্যে দাড়াইয়া আছে। এই সকল দেখিয়া খ্ৰীষ্টীয়ান বিস্ময়াপল্প হইল, কিন্তু যে সময় ঐ সুসজ্জ লোকদিগকে দেখিয়া অন্য সকলে ভয়প্রযুক্ত পরাজুখ হইয়া থাকিল, এমন সময়ে - খ্ৰীষ্টীয়ান দেখিল, বৃহৎকায় এক ব্যক্তি ঐ নামলেখকের কাছে গিয়া কহিল, হে মহাশয়, অামার নাম লিখুন ; এই কথা কহিয়া সে মস্তকে শিরস্ত্ৰ দিয়া আপন তলবারের খাপ খুলিয়া বেগেতে গিয়া ঐ দ্বারের সুসজ্জ লোকদিগের মধ্যে পড়িল । তাহাতে ঐ সুসজ্জ লোকের তাহার সহিত প্রাণপণে সংগ্রাম করিলেও সে মনে কিছুমাত্র ক্ষোভ না করিয়া বরং দুৰ্দ্দান্তরূপে ঐ নিবারক-"cলাকদিগকে কোপাইয়া কাটিতে লাগিল । অার তাহাতে আপনিও অনেক ২ অস্ত্রাঘাত পাইয়া শেষে অন্ত্রক্ষীরা ঐ লোকদিগের মধ্য দিয়া একটি পথ করিয়া ৰেগেঁতে অট্টালিকায় প্রবিষ্ট হইল ; তাছাতে যাহারা ঐ 籌