পাতা:যাত্রিকের গতি.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লৌহপিণ্ডরে বন্ধ মনুষ্য । 8 \ অট্টালিকার ভিতরে যাতায়াত করিতেছিল, তাহাদিগের এই বাক্য মিশ্রিত মনোহর ধ্বনি শুনা গেল । আইস আইস শীঘ্র পুরীর ভিতরে । অক্ষয় গৌরব তবে পাইবা সত্বরে ॥ তাহাতে সে ব্যক্তি ঐ সকল লোকের মধ্যে প্রবেশ করিয়া তাহাদিগেরই ন্যায় স্বর্ণবস্ত্রে ভূষিত হইল। তখন “ শ্ৰীষ্টীয়ান হাস্যবদনে কহিল, আমি বুঝি ইহার অর্থ জানি । অনন্তর - খ্ৰীষ্টীয়ান কহিল, এই ক্ষণে আমাকে বিদায় করুন। তাহাতে “ অর্থকারক কহিলেন, কিছু বিলম্ব কর, তোমাকে আর কিছু দেখাইলে পর তুমি প্রস্থান করিতে পারিবা। এই কথা কহিয়া * অর্থকারক তাহার হাত ধরিয়া অন্য এক কুঠরীতে লইয়া গেলেন। সে ঘোর অন্ধকারময়, আর সেই স্থানে লৌহপিঙ্করমধ্যে এক জন মনুষ্য বসিয়া অতিশয় শোকাকুলের ন্যায় ভূমিতে স্থিরদৃষ্টি করিয়া দুই হাত কচলাইতেছে, এবং পুনঃ ২ দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ করিতেছে । wo * তাহা দেখিয়া - খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসা করিল, মহাশয়, ইহার অর্থ কি ? তাহাতে * অর্থকারক কছিলেন, উহাকেই জিজ্ঞাসা কর। তখন - খ্ৰীষ্টীয়ান তাহাৰুে জিজ্ঞাসা করিল, তুমি কে ? তাহাতে সে কহিল, আমি এখন ৰে প্রকার আছি, পুৰ্ব্বে সেই প্রকার ছিলাম না। . শ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, পূৰ্ব্বে কি প্রকার লোক ছিলা? তাহাতে সে কহিল, পূর্বে আমি আপনার ও পরের, সকলের দৃষ্টিতেই এক জন সুদৃশ্য ভক্ত ছিলাম ; তাহাতে আমার এমন বোধ ছিল যে আমি স্বগের রাজধানীর পথিক ; এবং তাছা পাইবার আশাতে আমার মনও প্রফুল্ল ছিল। o к 3