পাতা:যাত্রিকের গতি.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

८लौहत्रि-छदङ्ग दक ग्रनूरु7 । 8 ○ তাহাতে সে উত্তর করিয়া কহিল, ই মহাশয়, তাহ সত্য বটে, কিন্তু আমি তাঁহাকে তুচ্ছ করিয়া পুনৰ্ব্বার কুশে বধ করিয়াছি, এবং তাঁহার রক্তকে অপবিত্র বস্তুর ন্যায় বোধ করিয়া অনুগ্রহনিধি পবিত্র আত্মাকে অবছল। করিয়াছি। এই হেতুক আমি ঈশ্বরের তাবৎ অঙ্গীকারহইতে ভুষ্ট হইয়াছি; এখন আমাকে কেবল দণ্ড এবং শৰুনাশক অগ্নির উত্তাপ বিষয়ক ভয়ানক প্রতিজ্ঞার অপেক্ষাতে থাকিতে হয় । "

  • গ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, তুমি কিসের লোভে আপনাকে এমন দুৰ্দ্দশাগ্রস্ত করিয়াছ ?

তাহাতে সে কহিল, হে মহাশয়, এই বর্তমান সংসারের অভিলাষ ও সুখভোগ ও ধনের লোভে তাহা করিয়াছি ; কেননা অামি আগে মনে করিয়াছিলাম, ষে এই জগতের ঐশ্বৰ্য্য ভোগ করিয়া অনেক সুখ পাইব, কিন্তু এই ক্ষণে সে সুখ পাওয়া দূরে থাকুক, সেই সকল বিষয় স্বালাদারি কীটের ন্যায় আমাকে দংশন করিতেছে, তাহাতে আমার অন্তঃকরণ প্রজ্বলিত অগ্নিতে দন্ধের ন্যায় ব্যথিত হইতেছে। “ শ্রীষ্টীয়ান জিজ্ঞাসিল, তবে কি ভূমি এখন অনুতাপ করিয়া মনঃপরিবর্তন করিতে পার না ? - তাহাতে সে কছিল, হে মহাশয়, ঈশ্বর আমাকে তাহা করিতে দেন না। তাহার ধৰ্ম্মপুস্তক বিশ্বাস করিতে আমাকে কিছুমাত্র আশ্বাস দেয় না; তিনি আপনি আমাকে এই লৌহপিঞ্জরে বদ্ধ করিয়াছেন ; অতএব জগৎ সংসারের তাবৎ লোক একত্র হইলেও অামাকে উদ্ধার করিতে পারে না। হে অনন্ত কাল! হে অনন্ত কাল! হায় ২ আমি অনন্ত কাল যাপনে যে দুঃখ পাইব, তাহার ভার কি প্রকারে লইতে পারি ২