পাতা:যাত্রিকের গতি.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

领数 छम्नांमक कद्दश्वग्न-नि । এই রূপে ক্রমে ২ ঐ সকল বিষয় দেখাইলে * অর্থকারক * খ্ৰীষ্টীয়ানকে কহিলেন, এই মনুষ্যের দুঃখ সকল নিত্য ২ তোমার স্মরণে থাকুক, ও সৰ্ব্বদা তোমার সাবধান হওয়ার কারগ হউক । - -

  • খ্ৰীষ্টীয়ান কহিল, হে মহাশয়, সে সত্য। এই সকল বিষয় অত্যন্ত ভয়ঙ্কর দেখিতে পাই, এই মানুষের দুঃখজনক ক্রিয়াবিষয়ে সাবধান হওন এবং চৌকি দেওন ও প্রার্থনা করণে ঈশ্বর অীমার সাহায্য করুন। আর হে মহাশয়, এই ক্ষণে কি আমার প্রস্থান করিবার মময় হয় নাই ?

তাহাতে * অর্থকারক কহিলেন, যাবৎ আমি তোমাকে আর এক বিষয় না দেখাই তাবৎ তুমি থাক, তাহার পর বিদায় হইব।। এই কথা কহিয়া - অর্থকারক তাহার হাত ধরিয়া তাহাকে পুনৰ্ব্বার আর এক কুঠরীতে লইয়া গেলেন। সে স্থানে এক ব্যক্তি নিদ্রাহইতে উঠিয়া কাপড় পরিতে ২ থর ২ করিয়া কঁাপিতেছিল ; তাহ দেখিয়া - খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, এ ব্যক্তি কঁাপিতেছে কেন ? তাহাতে * অর্থকারক আপনি না কহিয়া সেই ব্যক্তিকে কম্পনের কারণ কছিতে আজ্ঞা করিলে সে বলিতে লাগিল, হে মহাশয়, আমি নিদ্রাবস্থায় বড় একটা আশ্চৰ্য্য স্বপ্ন দেখিলাম, যেন অকস্মাৎ আকাশ কালে বর্ণ মেঘেতে আচ্ছন্ন হইলে অতিশয় ভয়ঙ্কররূপে বিদ্যুৎ হইতে লাগিল, আর গভীর শব্দেতে মেঘ গৰ্জ্জিতে লাগিল; তাহাতে অামি মনে বড় ব্যথা পাইলাম। পরে এই রূপ দেখিতে ২ যেন ঐ সকল মেঘকে একটা তাড়ন করিয়া দৌড় করাইতে লাগিল, এবং তৎক্ষণাৎ আকাশমণ্ডল প্রজ্বলিত অগ্নিময় ছুইলে তথাহইতে জুীর মহাশঙ্গ হইতে লাগিল;জার অগ্নিময় বস্ত্র পরি