পাতা:যাত্রিকের গতি.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভয়নিক স্বপ্নদর্শন । , 8 & হিত সহস্র২ স্বৰ্গীয় সৈন্যেতে বেষ্টিত এক জন মনুষ্যকে মেঘারোহণ করিতে দেখিলাম। পরে হে মৃত লোকেরা, তোমরা উঠিয়া বিচারস্থানে আইস, এই বাক্যরূপ মহাধ্বনি হওয়াতে শৈল সকল বিদীর্ণ এবং কবর সকলের মুখ খোলা হইল। তাহাতে তাবৎ মৃত লোক গাত্রোথান পুৰ্ব্বক বাহিরে আইলে তাহাদের মধ্যে কেহ ২ আহলাদে উৰ্দ্ধদৃষ্টি হইয়া রহিল, এবং কেহ ২ ভয়েতে পৰ্ব্বতের নীচে লুকাইতে চেষ্টা করিল। অপর দেখিলাম, যেন ঐ মেঘাড় ব্যক্তি এক খানি গ্রন্থ খুলিয়া পৃথিবীস্থ লোকদিগকে আপনার নিকটে আসিতে আজ্ঞা দিলেন। ঐ আজ্ঞা দেওন কালে জাজ্বল্যমান অগ্নিশিখা তাহাহইতে নির্গত হইয়া তাহার এবং তাহাদিগের মধ্যে, অর্থাৎ বিচারকর্তা এবং যাহাদের বিচার করা যাইবে, এই উভয় পক্ষের মধ্যে আসিয়া উপযুক্ত প্রভেদ করিল। পরে ঐ মেঘোপবিষ্ট ব্যক্তি আপন অনুচরগণের প্রতি এই আজ্ঞা প্রচার করিলেন, তোমরা শ্যামাঘাস ও ভূষি ও নাড়া সকল একত্র করিয়া প্রজ্বলিত অগ্নিকুণ্ডে ফেলিয়া দেও । এই কথা কহিবামাত্র আমি যে স্থানে দাড়াইয়াছিলাম তাহারি নিকটে একটা অতলস্পর্শ গর্ত হইল, তাহার মুখহইতে ধুম ও প্রজ্বলিত অঙ্গার ছয়ুশব্দে বাহির হইতে লাগিল। পরে আমি শুনিলাম, তিনি অনুচরদিগকে আরো এক আজ্ঞা দিলেন, যে আমার গোধুম সকল গোলায় একত্র করিয়া রাখ। এই কথা বলিবামাত্র আমি দেখিলাম, অনেকে উৰ্দ্ধে নীত হইয়া মেঘারোহণ করিল। কেবল আমি অবশিষ্ট থাকাতে ভীত হইয়া আপনাকে গোপন করিতে চেষ্টা করিলাম, কিন্তু কোন প্রকারেই পারিলাম না, কারণ সেই মেঘারাঢ় ব্যক্তি আমার প্রতি একাগ্র দৃষ্টি করিয়া থাকিলেন, তাহাতে