পাতা:যাত্রিকের গতি.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

岛的 ভয়ানক স্বপ্নদর্শন । অামার আজন্মের সকল পাপ স্মরণ হওয়াতে মন আমাকেই দোষী করিতে লাগিল । এই রূপে ত্ৰাসযুক্ত হইলে আমার নিদ্রাভঙ্গ হইল। ● তখন “ শ্রীষ্টীয়ান তাহাকে জিজ্ঞাসিল, তুমি ইহা দেথিয়। এতো ভয়াকুল কেন হইয়াছ ? তাহাতে সে কহিল, ও মহাশয়, আমার বোধ হইল যে বিচারের দিন উপস্থিত হইয়াছে, কিন্তু তাহার নিমিত্তে আমি কিছু মাত্র প্রস্তুত নহি, ইহা ভাবিয়া বড় ভীত হইলাম। কেননা দূতের অনেক লোককে একত্র করিয়া লইয়া কেবল আমাকে অবশিষ্ট রাখিয়া গেল। এবং অারো একটা দুলক্ষণ দেখিলাম, যেন আমি যে স্থানে দাড়াইয়াছিলাম, তাহারি নিকটে নরককুণ্ড প্রকাশ পাইল, আর আমার মনও আমাকে দোষী করিতে লাগিল । বিশেষতঃ বিচারকর্ভা আমার প্রতি কুরমুখে স্থিরদৃষ্টি হইয়। রছিলেন, এ কারণ আমি বড় ভীত ও দুঃখগ্ৰস্ত হইলাম । পরে “ অর্থকারক - খ্ৰীষ্টীয়ানকে জিজ্ঞাসা করিলেন, তুমি এই সকল বিষয় মনের মধ্যে বিবেচনা করিয়াছ কি না ? * তাহাতে • খ্ৰীষ্টীয়ান কছিল, ই মহাশয়, ইহার বিবেচনাতে আমার মনের মধ্যে ভয় এবং প্রত্যাশা উভয়ই উপস্থিত হইয়াছে । এ সকল কথা শুনিয়া * অর্থকারক কছিলেন, ভাল, এই সকল বিষয় তোমার মনের অঙ্কুশতুল্য হইয়া অগ্রসর হওনে তোমাকে প্রবৃত্ত করুক। পরে - খ্ৰীষ্টীয়ান কটিদেশ বদ্ধ করিয়া যাত্রা করিতে উদ্যত হইলে * অর্থকারক তাহাকে আশীৰ্ব্বাদ করিয়া কহিলেন, হে প্রিয় - খ্ৰীষ্টীয়ান, তোমার রাজধানী গমনে শাস্তিকৰ্ত্ত আপনি সেতয়া হইয়া সৰ্ব্বদা তোমার সঙ্গে