পাতা:যাত্রিকের গতি.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৃষ্ঠহইতে ভারের পতন । 3 * থাকুন। তাহাতে - খ্ৰীষ্টীয়ান এই শ্লোক গান করিতে ২ যাত্র। করিল । কৃত্য কার্য্যে মন স্থির করিবারে ক্ষম । মহামুল্য লাভকর অতি মনোরম ৷ ভয়ানক এ সকল বিষয় এখানে । কেন মোরে দেখা দিল ভাবি তাই মনে ॥ এ বিষয়ে মনোযোগ উচিত আমার । অনুক্ষণ আন্দোলন আবার তাহার। সতত সজ্জন অর্থকারকের প্রতি । কৃতজ্ঞ হওন মোর ইহাই বিনতি ॥ ৬ অধ্যায় । অপর আমি স্বপ্নে দেখিলাম, যেন * খ্ৰীষ্টীয়ান ভারগ্রস্ত হইয়। * পরিত্রাণ নামক দুই ভিত্তির মধ্যগামি পথে বেগেতে দেীড়িল, কিন্তু পৃষ্ঠেতে গুরুতর ভার প্রযুক্ত অতি কষ্টে দৌড়িল । ● অনন্তর - খ্ৰীষ্টীয়ান দৌড়িতে ২ দুরেতে দেখিল, যে কিঞ্চিৎ উচ্চ কোন স্থানের শিখরে একটি ক্রুশ দণ্ডায়মান, এবং তাহার তলে একটি গুহা আছে। পরে * গ্ৰীষ্টীয়ান ক্রমে ২ দৌড়িয়া ঐ ক্রুশের নিকটে যাইবামাত্র আমি দেখিলাম, যেন তাহার পৃষ্ঠের সেই বোঝা খসিয়া পড়িয়া গড়াইতেই ঐ গুহার মধ্যে গিয়া পড়িল ; তাহাতে আমি সে বোঝা আর দেখিতে পাইলাম না । এই রূপে * খ্ৰীষ্টীয়ান সহজ শরীর হওয়াতে বড় আহলাদিত ও পুলকিত হইয়া কহিতে লাগিল, তিনি আপনদুঃখ ও মৃত্যুম্বারা আমাকে বিশ্রাম ও জীবন দিয়াছেন। ইহা কহিয়া ঐ জুশের দর্শনমাত্রে আপনি বোঝাহইতে মক্ত হইয়াছে, ইহাতে বড় আশ্চৰ্য্য বোধ করিয়া ঐ স্কুশ