পাতা:যাত্রিকের গতি.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8* পৃষ্ঠহইতে ভারের পতন । দেখিবার জন্যে ক্ষণেক কাল চমৎকৃত হইয়া দাড়াইল, এবং যে পর্যন্ত চক্ষুর জল গাল বহিয়া না পড়িল, তাবৎ পুনঃ ২ দেখিতে লাগিল। এই প্রকারে - খ্ৰীষ্টীয়ান সেই স্থানে দাড়াইয়া ক্ৰন্দন করিতেছিল, ইতোমধ্যে তিন জন তেজস্বী আসিয়া, তোমার মঙ্গল হউক, এ কথা কহিয়া তাহার নিকটে উপস্থিত হইলেন । তাহাদের মধ্যে প্রথম ব্যক্তি কহিলেন, তোমার পাপ ক্ষম হইয়াছে ; দ্বিতীয় ব্যক্তি তাহার গাত্রের ছিন্ন বস্ত্র খুলিয়া লইয়া তাহাকে উত্তম বস্ত্র পরিধান করাইলেন ; এবং তৃতীয় ব্যক্তি তাহার কপালে এক চিকু এবং হস্তে এক খানি মুদ্রাঙ্কিত পত্রিকা দিয়৷ তাহাকে কছিলেন, তুমি দেড়িয়া যাইতে ২ ইহ দেখিবা, এবং স্বৰ্গীয় রাজধানীর নিকটে গিয়া উপস্থিত হইলে ইছ গচ্ছিত করিব। এ কথা কহিয়া তাহারা তিন জন প্রস্থান করিলেন। তখন - খ্ৰীষ্টীয়ান আছাদে তিন বার লমফ দিয়৷ এই শ্লোক গান করিতে ২ গমন করিল। গুরুতর পাপভার লৈয়া আমি পৃষ্ঠে । আসিয়াছি এত দূর অতি কষ্টগ্রেষ্ঠে ॥ আমার মনের দুঃখহইতে এড়াতে। এস্থানে পেছন বিনা না পারি কিছুতে । আন্ধা মরি চমৎকার স্থান দেখি এ কি । সুখের আরম্ভ মোর হৈল এখানে কি। ষে স্থানে পড়িবে মোর ভারী পৃষ্ঠভার। সেই স্থান বুঝি এই হইবে আমার ॥ পৃষ্ঠভার পৃষ্ঠে বন্ধ যে ডোরে আমার। , ভঙ্কনের স্থান এ কি হইবে তাহার ॥ ধন্য স্কুশ, ধন্য গুহ, আরো ধন্য তিনি। জুশোপরি মোর তরে লজ্জাপ্রাপ্ত ৰিনি । ജ്ജ-ജർമ്മ