পাতা:যাত্রিকের গতি.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শৃঙ্খলে বন্ধ নিদ্বাগত লোক । 8 ఎ ৭ অধ্যায় । অপর আমি স্বপ্নে দেখিলাম, যেন এই রূপে * খ্ৰীষ্টীয়ান যাইতেই কোন নিম্নভূমিতে উপস্থিত হইয়া কিঞ্চিদূরে শৃঙ্খলে বদ্ধচরণ তিন জন মনুষ্যকে ঘোর নিদ্রাতে মগ্ন দেখিল ; তাহাদিগের এক জনের নাম * অবিবেচক, আর এক জনের নাম * অলস, এবং অন্য জনের নাম * অভিমানী।

  • খ্ৰীষ্টীয়ান তাহাদিগের এই রূপ অবস্থা দেখিয়া কোন মতে তাহাদিগকে জাগাইতে ইচ্ছুক হওয়াতে নিকটে গিয়া কহিল, জাহাজের মাস্তুলের উপরে নিদ্রাগত লোকের মত তোমাদিগকে দেখিতেছি, কেননা তোমাদের নীচে অতলস্পর্শ মৃত্যুসমুদ্র আছে, অতএব তোমরা জাগিয়া চলিয়া আইস ; আমাকে অনুমতি দিলে আমি তোমাদিগের শৃঙ্খল মোচন করিব। নতুবা যে ব্যক্তি গর্জনকারি সিংহের ন্যায় বেড়াইতেছে, সে উপস্থিত হইলে তোমরা তাহার দস্তদ্বারা বিদীর্ণ হইবা, ইহাতে কোন সন্দেহ নাই । তাহাতে তাহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিলে প্রথমতঃ * অবিবেচক কহিল, আমি কোন আপদ দেখি না ; পরে * অলস কহিল, আর অম্প কাল নিদ্রা যাই; * অভিমানী কহিল, তুমি আপনার চৰ্কায় তৈল দেও। এ কথা কহিয়৷ তাহারা পুনৰ্বার নিদ্রা গেল, তাহাতে “ শ্ৰীষ্টীয়ান আপন পথে চলিয়া গেল ।

কিন্তু তাহাদিগের নিদ্রাভঙ্গ করা ও সৎপরামর্শ দেওয়া এবং শৃঙ্খলহইতে মোচন স্বীকার করা এই সকল উপকারের চেষ্টা করিলেও তাহারা তাহাকে তুচ্ছজান করিয়াছে, ইহাতে - খ্ৰীষ্টীয়ানের মনোমধ্যে কিছু দুঃখ উপস্থিত হওয়াতে সে তাছাই ভাবিতে ২ যাইতেছিল ; ইতোমধ্যে • রাতালৰী এবং *কাল্পনিক নামে দুই মনুষ্য ঐ সংকীর্ণ পথের বামদিগের প্রাচীর লঙ্ঘিয়া ক্রমে ২ * খ্ৰীষ্টীয়ানের