পাতা:যাত্রিকের গতি.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

♚ ९ রীভ্যালম্বী ও কাল্পনিক । নাই, এই জন্যে কোন ব্যবস্থা কি নিয়মম্বারা পরিত্রাণ পাইতে পারিব না। আর আমার পৃষ্ঠে এই যে বস্ত্র দেখিতেছ, ইহা যে স্থানে যাইতেছি তাহার কর্ভা অামাকে দিয়াছেন । এবং তোমরা যে কহিতেছ, অামার উলঙ্গতাজন্য লজ্জা নিবারণার্থে তাছা আমাকে দত্ত হইয়াছে, তাহাও সত্য বটে। পরন্তু আমার প্রতি তাহার যে অত্যন্ত অনুগ্রহ তাহারও চিহ্ন এই বস্ত্র জানিবা,কারণ পূর্বে আমার নেকড়া বিনা আর কিছু ছিল না। অতএব পথগমনে আমি ইহা মনে করিয়া আপনাকে আপনি সাত্মনা করি, বিশেষতঃ আমার বোধ হয় যে রাজধানীর দ্বারে উপস্থিত হইলে সেই কৰ্ত্তা আমার গাত্রের এই বস্ত্র দেখিলে শুভদৃষ্টি করিয়া অবশ্যই আমাকে চিনিতে পারিবেন ; কননা যখন তিনি আমাকে নেকড়াহইতে মুক্ত করিলেন, তখন আমাকে এই বস্ত্র বিনামূল্যে দিয়াছিলেন। আর ইহা বুঝি তোমরা দেখ নাই, যে দিনে আমার পৃষ্ঠহইতে ভার খসিয়া পড়িল, সেই দিনে ঐ কৰ্ত্তার এক জন আত্মীয় লোক আসিয়া অামার কপালে একটি চিহ্ন দিয়াছিলেন ; তদ্ভিন্ন আমার শান্তির নিমিত্তে পথগমনের সময়ে পড়িবার জন্যে এক খানি মুদ্রাঙ্কিত লিপি দান করিয়া এই আজ্ঞা দিয়াছেন, এই লিপি রাজধানীর দ্বারে সমপণ করিলে ঐ স্থানে অবশ্য প্রবিষ্ট হইতে পারিবা । অতএব আমার বোধ হয় এই সকল বিষয়ে তোমাদিগেরও প্রয়োজন আছে, কিন্তু দ্বার দিয়া প্রবেশ কর নাই, একারণ পাণ্ড নাই । o এই সকল কথা শুনিয়া তাহারা * - উত্তর না দিয়া পরস্পর দৃষ্টি করিয়া উপহাস করিতে লাগিল । এই রূপে তাহার। সকলে গমন করিল বটে, কিন্তু * शैौकेंौजांन अश्वशोभैौ इहेम्नां कथन २ बन्नन ७ कथन २