পাতা:যাত্রিকের গতি.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুৰ্গম পৰ্ব্বত । G O আত্মসাত্ত্বনা করিতে ২ আপন ব্যতিরেক আর কাছারে। সহিত বাক্যালাপ করিল না, এবং সেই লিপি বার ২ পাঠ করিতেই সৰ্ব্বদা সন্তুষ্ট হইয়া চলিল । এই রূপে তাহারা ক্রমে ২ চলিয়া * দুৰ্গম নামক পৰ্ব্বতের নীচে যে উনুই আছে, তাহার নিকটে উপস্থিত হইয়া দেখিল, ঐ পৰ্ব্বতের নীচে বাম পাশ্বে ও দক্ষিণ পাশ্বে দুই দিগে দুই পথ গিয়াছে; কিন্তু ক্ষুদ্র দ্বারহইতে যে সোজা পথ অাইসে, সেই সঙ্কীর্ণ পথ ঐ পৰ্ব্বতের উপর দিয়া গিয়াছে। তাহাতে - খ্ৰীষ্টীয়ান প্রাণ জুড়াইতে ঐ উনুইর নিকটে গিয়া জল পান করিল ; পরে এই শ্লোক গান করিতে ২ পৰ্ব্বতে উঠিতে লাগিল। হইলেও উচ্চ এই পৰ্ব্বত অত্যন্ত। ইতে আরোহণে বাঞ্ছা করেছি একান্ত ॥ যতেক দুর্গম ইথে আছয়ে নিশ্চিত । কদাচ তাহাতে অামি না হব বাধিত ॥ এই স্থান-দিয়া যায় জীবনের পথ। এস মম চিত্ত হৈয়া স্থির মনোরথ ॥ না হইও শ্রান্ত আর ভীত একারণ। হৈলেও দুর্গম ভাল সৎপথে গমন ॥ বিপথগমনে যদি জগ্রে হয় সুখ। তবু তাহাতেই গেলে শেষে পাবে দুঃখ । পরে অন্য দুই ব্যক্তি ক্রমে ২ ঐ পৰ্ব্বতের নিকটে উপস্থিত হইয়। দেখিল, যে ঐ পৰ্ব্বত গড়ান এবং অত্যন্ত উচ্চ ; আর * খ্ৰীষ্টীয়ান যে পথ ধরিল তাহ ব্যতিরেকে পাশ্ব দিয়া দুইটা পথ আছে, ইহা দেখিল। অতএব পৰ্ব্বতের পশ্চাদ্ভাগে সেই প্রথম পথের সহিত এই দুই পথ অবশ্য মিলিত হইবে, এমন অনুমান করিয়া তাহারা সেই দুই পথ দিয়া গমন করিতে স্থির করিল; তাহার এক F 3