পাতা:যাত্রিকের গতি.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 বৃক্ষবাটিকাতে খ্ৰীষ্টীয়ানের নিদ্রাগমন। পথের নাম * অাপৎ, এবং অন্য পথের নাম • বিনাশ ; তাহাতে এক ব্যক্তি ঐ * আপৎ নামক পথ ধরিয়া যাইতে ২ একটা মহা অরণ্যের মধ্যে প্রবেশ করিল ; এবং অন্য ব্যক্তি ঐ • বিনাশ নামক পথ ধরিয়া গমন করিতে ২ নানা অন্ধকারময় পৰ্ব্বতে পরিপুর্ণ * সৰ্ব্বনাশ নামক বিস্তারিত দেশে উপস্থিত হওয়াতে উছোট খাইয়া পড়িয়া আর উঠিতে পারিল না। অপর * খ্ৰীষ্টীয়ান কি রূপে পৰ্ব্বত আরোহণ করিতেছে, তাহা দেখিতে লাগিলাম ; তাহাতে যেন ঐ * খ্ৰীষ্টীয়ান দৌড়িয়া চলিল, পরে ধীরে ২ চলিল ; কিন্তু অবশেষে পথ এমন গড়ান হইল যে হস্ত পাদদ্বারা আঁকুড়িয় ২ উঠিতে হইল। এই রূপে অৰ্দ্ধেক পথ গেলে পর শ্রান্ত যাত্রিকদিগের বিশ্রামার্থে সেই পৰ্ব্বতের কর্তার আজ্ঞাতে ষে মনোহর একটি বৃক্ষবাটিক নিৰ্ম্মিত ছিল, ঐ স্থানে গিয়া - খ্ৰীষ্টীয়ান বিশ্রাম করণার্থে বসিল, এবং আত্মসাত্মনার নিমিত্তে বক্ষঃস্থলহইতে ঐ চৰ্ম্মপুস্তক বাহির করিল, এবং ক্রুশনিকটে ধে বস্ত্র পাইয়াছিল ঐ বস্ত্রের প্রতি বার ২ দৃষ্টি করিতে লাগিল ; এই রূপে ক্ষণেক কাল আত্মসন্তোষ করিতে ২ প্রম প্রযুক্ত অমনি ঘোরতর নিদ্রিত হইল ; তাহাতে ঘুমের ঘোরে হস্তহইতে ঐ লিপি পড়িয়া গেল। এই প্রকারে প্রায় সমস্ত দিন নিদ্রিত থাকিল। ইতোমধ্যে তাহার নিকটে এক ব্যক্তি আসিয়া এই কথা কহিল, হে অলস, তুমি পিপীলিকার কাছে গিয়া তাহার ক্রিয়া দেখিয়া জ্ঞান শিক্ষা কর ; তাহাতে * খ্ৰীষ্টীয়ান হঠাৎ চমকিত হইয়া শীঘ্ৰ উঠিয়া দৌড়িতে ২ পৰ্ব্বতের চূড়া পর্যন্ত গিয়া উপস্থিত হইল। এই রূপে খ্রীষ্টীয়ান পৰ্ব্বতের উপর উপস্থিত হইলে জাহার সহিত সাক্ষাৎ করিতে * ভয়শীল নামে ও *সং