পাতা:যাত্রিকের গতি.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভয়শীল ও স^শয়ী। Go Go শয়ী নামে দুই ব্যক্তি বেগে দৌড়িতে ২ আসিয়া উপস্থিত হইল। তাহাতে - খ্ৰীষ্টায়ান তাহাদিগকে দেখিয়া জিজ্ঞাসা করিল, হে মহাশয়েরা, তোমরা যে দিগভ্ৰান্ত হইয়া উল্ট পথে গমন করিতেছ, ইহার কারণ কি ? তাছাতে * ভয়শীল উত্তর করিল, আমরা * সীয়োন রাজধানীতে যাইতেই এই দুর্গম স্থান উত্তীর্ণ হইয়াছিলাম, কিন্তু যত দর অগ্ৰে যাই তত আরো আপদ পাই, এই প্রযুক্ত আমরা যাইতে না পারিয়া ঘরে ফিরিয়া যাইতেছি জানিবা।

  • সংশয়ী কহিল, আমরা ফিরিয়া যাইতেছি সে সত্য, কেননা আমাদিগের কিঞ্চিৎ আগ্রে দুইটা সিংহ শয়ন করিয়াছিল, তাহারা নিদ্রিত কি জাগ্রৎ তাহ৷ বলিতে পারি না; যদি আমরা নিকটে যাইতাম, তবে অামাদিগকে ক্ষণেকের মধ্যেই ছিড়িয়া খণ্ড ২ করিত, সেই ভয়ে আমাদিগের এখনো বুক গুর২ করিতেছে।

ঐ কথা শুনিয়া - খ্ৰীষ্টীয়ান কহিল, তোমরা আমাকে ভয়গ্রস্ত করিলা বটে, কিন্তু আমি প্রাণ রক্ষার নিমিত্তে কোথায় পলাইব ? অামার জন্মদেশ গন্ধকমিশ্রিত অগ্নির নিমিত্তে প্রস্তুত হইয়াছে; সেখানে ফিরিয়া গেলে অামার বিনাশ অবশ্য ঘটিবে। যদি কষ্টগ্রেষ্ঠে স্বৰ্গীয় রাজধানীতে যাইতে পারি, তবে সেখানে নিৰ্ব্বিঘ্নে বাস করিতে পারিব, ইহা নিশ্চয় । অতএব আমার প্রাণ যাউক কিম্বা থাকুক, সে স্থানে যাইতেই হইবে ; কেননা ফিরিয়া যাওনে নিশ্চয় মৃত্যু, কিন্তু অগ্রসর হওনে মৃত্যুর ভয়মাত্র, আর অগ্রেতেই অনন্ত পরমায়ু আছে; অতএব অামি নিতান্ত অগ্রসর হইব । এ কথা শুনিয়া তাহার। উভয়েই দৌড়িয়া পৰ্ব্বতের তলে নামিল। তাহাতে * খীষ্টীয়ান আপন পথে যাইতে আরম্ভ করিল, কিন্তু ঐ দুই জনের কথা পুনঃ ২ মনে হওয়াতে তাহ বিস্মৃত