পাতা:যাত্রিকের গতি.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● ● অধিকারপত্রের হারাণি । হইবার এবং আপনাকে সাত্মনা করিবার জন্যে ঐ পুস্তক পাঠ করিবার ইচ্ছা জন্মিলে সে বক্ষঃস্থলে হাত দিয়া দেখে যে লিপি নাই। ইহাতে - খ্ৰীষ্টীয়ান অত্যন্ত উদ্বিগ্ন হইয়া কি করিবে, তাহার কিছুই স্থির করিতে পারিল না, কেনন। সে পুৰ্ব্বে যাহাদ্বারা সাজ্জ্বন পাইয়াছিল, এবং যাহা রাজধানী প্রবিষ্ট হওনের অধিকারপত্র হইবে, তাহাতে বর্জিত হইয়া কেমন করিয়া যাইবে ? অতএব * খ্ৰীষ্টীয়ান এই রূপ ভাবনা করিতেছিল, এবং কি কর্তব্য তাহাও ভাবিয়া স্থির করিতে পারিল না; এমন সময়ে সে ষে পৰ্ব্বতের পাশ্বস্ব বৃক্ষবাটিকাতে নিদ্রা গিয়াছিল, তাহা তাহার মনে পড়িল। তাহাতে হাটু গাড়িয়৷ অজ্ঞানকৃত পাপের ক্ষমার নিমিত্তে ঈশ্বরের কাছে প্রাখনা করিয়া পুস্তকের অন্বেষণে ফিরিয়া গেল। ফিরিয়া যাওন কালে তাবৎ পথে তাহার যে কতো মনোদুঃখ জম্মিল তাহা বলা যায় না ; কেননা সে কখন ২ ক্ৰন্দন ও কখন বা বিলাপ ইত্যাদি করিতে লাগিল। আর কেবল তাহার প্রান্তি দূর করিবার জন্যে যে স্থান নিৰ্ম্মিত হইয়াছিল, এমন স্থানে ঐ রূপ উন্মত্তের ন্যায় নিদ্রা গিয়াছিল, তাহার নিমিত্তেও সে, যথেষ্ট অণক্ষেপ করিতে লাগিল। আঃ, আমি দিবসের শেষে কেন নিদ্রা গিয়াছিলাম ! কি আপদের মধ্যেই নিদ্রিত হইয়াছিলাম ! পৰ্ব্বতের কর্তা যাত্রিকদিগের বিশ্রামার্থে ষে বৃক্ষবাটিকা নিৰ্ম্মাণ করাইয়াছেন, তাহ আমি শারীরিক সুখভোগের নিমিত্তে স্থির করিলাম। এই রূপে সে পথের উভয় পাশ্বে সাবধানে দৃষ্টি করিতে ২ কিরিয়া চলিল। পরে ৰেখানহইতে সেই বৃক্ষবাটিকা দেখা যায়, এমন স্থানে উপস্থিত হইলে সে যে নিদ্রা গিয়াছিল, সেই দোষ তাহার মনের মধ্যে পুনর্যার উপস্থিত হইলে ঐ বৃক্ষবাটিকার দর্শনে তাহার ঐ