পাতা:যাত্রিকের গতি.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধিকারপত্রের অন্বেষণার্থে প্রত্যাগমন । Ф. Ф দুঃখের আরো শতগুণ বৃদ্ধি হইল। অতএব সে ঐ পাপনিদ্রা যাওন বিষয়ে এই রূপ বিলাপ করিতে ২ চলিল ; অণঃ, আমি কি পাপিষ্ঠ লোক ! হায় ২ ! না জানি আমার কতো পাদক্ষেপণ বৃথা গিয়াছে। “ ইস্রায়েল লোকদের ষে রূপ দশা হইয়াছিল, আমারও কি সেই দশ ঘটিল ? কেননা তাহাদিগকেও স্বকৃত পাপের নিমিত্তে ° সূক্ষ সমুদ্রের পথদ্বারা ফিরাইয়। পাঠান গিয়াছিল। অতএব হায় ২, যদি ঐ পাপনিত্রায় অামাকে না ঘেরিত, তবে আমি এই রূপ দুঃখে কষ্টে পাদক্ষেপণ না করিয়া আনন্দ পুৰ্ব্বক পাদক্ষেপণ করিয়া ইহার মধ্যে কতো দূর অগ্রসর হইতে পারিতাম ! হায় ! যে স্থানে এক বার পাদক্ষেপণ করিলে হয়, সেখানে তিন বার করিতে হইল। আমার সমস্ত দিন বৃথা গেল ; এই ক্ষণে রাত্রি উপস্থিত হইল। এই রূপ খেদ করিতে ২ সে পুনৰ্ব্বার সেই বৃক্ষবাটিকাতে উপস্থিত হইয়া সেই স্থানে বসিয়া রোদন করিতে লাগিল। কিন্তু অবশেষে ঈশ্বরেচ্ছাক্রমে অধোদৃষ্টিপাত করাতে ঐ লিপি দেখিতে পাইয়া - খ্ৰীষ্টীয়ান চমৎকৃত হইয়া শীঘ্ৰ লিপি কুড়াইয়া লইল। পরে ঐ হারাণ অমূল্য নিধি পুনৰ্ব্বার পাওয়াতে তাহার কি পৰ্য্যন্ত আহলাদ হইল তাহা বর্ণনা করা যায় না ; কেননা ঐ লিপি তাহার জীবন পাইবার এবং গন্তব্য স্থানে গ্রাহ্য হইবার অধিকারপত্র ছিল ; অতএব ঐ স্থানে দৃষ্টিপাত করাওনের নিমিত্তে সে ঈশ্বরের প্রতি যথেষ্ট স্তব বিনয় করিতে লাগিল। পরে সজলনয়নে আনন্দ পুৰ্ব্বক পুনৰ্ব্বার যাত্রা করিয়া অতি দ্রুতগমনে চলিল, কিন্তু পৰ্ব্বতের শিখরে যাইতে ২ সূৰ্য্য অন্তগত হওয়াতে - খ্ৰীষ্টীয়ান পুনৰ্ব্বার সেই নিদ্রার নিস্ফলতাকে স্মরণ করিয়া আর বার এই রূপ খেদোক্তি করিল, ওরে পাপনিন্দ্রে, তোর নিমিত্তে এস্থানে রাত্রিগ্রস্ত হইলাম ;