পাতা:যাত্রিকের গতি.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ ● জাগরকের সহিত কথোপকথন । দ্বারা জিজ্ঞাসিল, তোমার এই পথ আগমনে সূৰ্য্য অস্তগত হইয়াছে, এত বিলম্ব হওনের কারণ কি ? তাহাতে, “ শ্ৰীষ্টীয়ান কহিল, মহাশয়, আমি অনেক ক্ষণ পুৰ্ব্বে এ স্থানে আসিতে পারিতাম ; কিন্তু পৰ্ব্বতের পাশ্বস্থ বৃক্ষবাটিকাতে আমার নিদ্রা হইয়াছিল ; পরে পৰ্ব্বতের চূড়াতে উঠিলে আমাকে ফিরিয়া যাইতে হইল; কেননা ঐ পাপনিদ্রার ঘোরে আমার অধিকারপত্র সেই স্থানে ভুলিয়া আসিয়াছি, ইহা তখন টের পাইলাম, তাহাতে অত্যন্ত দুঃখান্বিত হইয়া পুনৰ্ব্বার কিরিয়া গিয়া সেই বৃক্ষবাটিকাহইতে পুস্তক আনিতে অামার বেল গিয়াছে । তখন দ্বারী কহিল, ভাল, আমি এই বাটীর এক জনা কন্যাকে তোমার নিকটে ডাকিয়া দিই, তুমি যদি তাহার সহিত উপযুক্ত কথোপকথন করিতে পার, তবে এই বাটার ব্যবহার অনুসারে বাটীর অন্য ২ অন্তরঙ্গ লোকদিগের নিকটে তোমাকে লইয়া যাইব । এই কথা কহিয়া ঐ * জাগরূক দ্বারী একটি ঘন্টার বাদ্য করাতে তাহ শুনিয়া গৃহদ্বারহইতে “ সতর্ক নামী এক পরম সুন্দরী শিষ্ট কন্যা অাসিয়া জিজ্ঞাসা করিল, আমাকে কি নিমিত্তে ডাকিয়াছ ? তাহাতে দ্বারী কছিল, ঐ বক্তি * ধ্বংস্য নগরহইতে আসিয়াছে, এবং * সীয়োন পৰ্ব্বতে যাইবে ; অতএব পথশ্রান্ত এবং রাত্রিগ্রস্ত হইয়া আমাকে জিজ্ঞাসিল, যে আজি রাত্রিতে এই স্থানে থাকিতে পারি কি না ? তাহাতে আমি তোমাকে ডাকিয়া দিব, এ কথা তাহাকে কহিয়াছি; এই ক্ষণে গৃহব্যবহারানুসারে উহার সহিত কথোপকথন করিয়া যাহা কৰ্ত্তব্য, তাহাই কর । পরে কন্যা - খ্ৰীষ্টীয়ানকে জিজ্ঞাসিল, তুমি কোথাহইত্তে আসিয়াছ ? এবং কোথা যাইবা ? তাহাতে সে