পাতা:যাত্রিকের গতি.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রম্য পুরীতে খ্ৰীষ্টীয়ানের প্রবেশ । や > 。 কি প্রকারে প্রবিষ্ট হইয়াছিলা ? কি দেখিয়া আসিয়াছ ? এবং পথিমধ্যে কাহার সহিত তোমার দেখা হইয়াছিল ? তাহাতে - খ্ৰীষ্টীয়ান প্রত্যেক প্রশ্নের উত্তর তাহাকে দিল। পরে ঐ কন্যা তাহার নাম জিজ্ঞাসা করিলে * খ্ৰীষ্টীয়ান আপন নাম কহিয়া শেষে এই কথা কহিল, পৰ্ব্বতের কর্তা ষে যাত্রিকদিগের বিশ্রামার্থে এবং পরোপকারের নিমিত্তে এই স্থান নিৰ্ম্মাণ করাইয়াছেন, ইহা অামার নিশ্চয় বোধ হইতেছে, একারণ আজিকার রাত্রি এই স্থানে প্রবাস করিতে আমি বাঞ্ছা করি । এ কথা শুনিয়া ঐ কন্যা ক্ষণেক কাল চিন্তা করিয়া কহিল, তবে অামি দুই তিন জন অন্তরঙ্গ লোককে ডাকিয়া আনি । এ কথা কহিয়া দৌড়িয়া দ্বারমধ্যে প্রবিষ্ট হইয়৷ * পরিণামদশিনী ও * ধৰ্ম্মিষ্ঠ এবং • প্রেমিক নামী এই তিন জনকে ডাকিয়া আনিলে তাহার * খ্ৰীষ্টীয়ানের সহিত কিঞ্চিৎ কথোপকথন করিয়া শেষে পরিবারের মধ্যে লইয়া গেল ; তাহাতে তাহার মধ্যে অনেকে ঐ গৃহের দ্বার পর্য্যন্ত আগবাড়ান আসিয়া কহিল, হে ঈশ্বরানুগৃহীত লোক, ভিতরে আইস, কেননা এই রূপ অতিথির নিমিত্তে পৰ্ব্বতের কর্তা এই গৃহ নিৰ্ম্মাণ করাইয়াছেন । ইহা কহিয়া তাহাকে আহ্বান করিলে * গ্ৰীষ্টীয়ান তাহাদিগকে বন্দনা করিয়া পশ্চাৎ ২ গিয়া গৃহে প্রবিষ্ট হইল। এই রূপে * খ্ৰীষ্টায়ান গৃহমধ্যে প্রবিষ্ট হইয়া উপবিষ্ট হইলে তাহার। তাছাকে নানাবিধ সামগ্ৰীদ্বারা জলপান করাইয়া ৰে পৰ্য্যন্ত ভোজনীয় দ্রব্য প্রস্তুত না হয়, তাবৎ বাটীর লোকেরা ঐ তিন জন কন্যাকে কথোপকথন করিতে নিযুক্ত করিয়া দিল, তাহাতে তাহারা পরস্পর এই কথোপকথন আরম্ভ করিল।

  • ধৰ্ম্মিষ্ঠ * খ্ৰীষ্টীয়ানকে কহিল, হে খ্ৰীষ্টীয়ান, আমর অদ্য রাত্রে স্নেহ প্রযুক্ত তোমাকে গৃহেতে স্থান দি