পাতা:যাত্রিকের গতি.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্মিষ্ঠার সহিত কথোপকথন । や○ কখন ভুলিব না, বিশেষতঃ খ্ৰীষ্ট কি প্রকারে শয়তানের চেষ্টা নিস্ফল করিয়। মনোমধ্যে অনুগ্রহের কৰ্ম্ম সিদ্ধ করেন ; এবং এক ব্যক্তি কেমন পাপ করাতে ঈশ্বরের অনুগ্রহহইতে ভ্ৰষ্ট হইয়াছে; এবং এক ব্যক্তি নিদ্রাতে স্বপ্ন দেখিয়া ভাবিল, যে বিচারের দিন উপস্থিত হইয়াছে, এই তিন বিষয় সৰ্ব্বদাই আমার হৃদয়ে জাগিতেছে । তখন “ ধৰ্ম্মিষ্ঠ জিজ্ঞাসিল, সেই স্বপ্নের ৰিষয় তুমি কি তাহার মুখহইতে শুনিয়াছ ?

  • খ্ৰীষ্টীয়ান কহিল, হুঁ, সে স্বপ্ন শুনিয়া অামার অতি ভয়ঙ্কর বোধ হইল। আর সে ব্যক্তি যখন ঐ স্বপ্ন কহিতে লাগিল, তখন আমার হৃদয় ব্যথাযুক্ত হইল ; তথাপি তাহার শ্রেবণ অামার ভাল ।
  • ধৰ্ম্মিষ্ঠ জিজ্ঞাসিল, “ অর্থকারকের ঘরে তুমি কেবল ইহাই দেখিয়াছ, না আরো কিছু দেখিয়াছ ? - তাহাতে • খ্ৰীষ্ট্ৰীয়ান কহিল, ইহা ভিন্ন তিনি একটা সুসজ্জ অট্টালিকার নিকটে আমাকে লইয়া গিয়া সে স্থানের লোক সকল কি প্রকারে তৈজস বস্ত্রেতে ভূষিত ছিল, এবং এক জন সাহসিক লোক আসিয়া ঐ অট্টালিকার দ্বারনিবারক দণ্ডায়মান সুসজ্জ লোকদিগের মধ্য দিয়া কি প্রকারে অস্ত্রদ্বারা পথ করিয়া অন্তরে প্রবিষ্ট হইল, এবং প্রবিষ্ট হইবামাত্র সেই গৃহস্থ লোকের অনন্ত যশোভোগ কর, ইছা কহিয়া তাহাকে আস্থান করিল, এ সকল বিষয়ও অামাকে দেখাইলেন । তাহাতে আমার অন্তঃকরণ আহ্বাদে পরিপুর্ণ হওয়াতে সেই স্থানে বারো মাস যাপন করিবার বাসনা জন্মিল ; কিন্তু আমি বুঝিলাম, যে আমাকে আরো অনেক দূর বাইতে হইবে।

পরে “ ধৰ্ম্মিষ্ঠ জিজ্ঞাসা করিল, ইহা ছাড়া পথিমধ্যে কি আর কিছু দেখিয়াছিলা ? G 2