পাতা:যাত্রিকের গতি.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や 8 ধৰ্মিষ্ঠার সহিত কথোপকথন । তাহাতে খ্ৰীষ্টীয়ান উত্তর করিয়া কছিল, ইহা যদি জিজ্ঞাসা করিলেন, তবে অামাকে কহিতে হইল। আমি পুৰ্ব্বে একটি ভারি বোঝাতে ভারগ্রস্ত ছিলাম, সেই বোঝা লইয়া ক্রমে ২ তথাহইতে কিঞ্চিৎ দূর গমন করিলে, র্যাহার শরীরহইতে রক্তধারা বহিতেছে, বৃক্ষে টাঙ্গান এমন এক মনুষ্যকে দেখিবামাত্র আমার সেই গুরুতর পৃষ্ঠের ভার খসিয়া পড়িল । এমন আশ্চৰ্য্য আমি কখন দেখি নাই, এই জন্যে সেই স্থানে দাড়াইয়৷ একদৃষ্টিতে দেখিতে লাগিলাম, না দেখিয়া রহিতে পারিলাম না। ইতোমধ্যে তিন জন তেজস্বি পুরুষ আমার নিকটে অাগত হইলে তাহীদের মধ্যে এক জন আমার পাপক্ষমা হইয়াছে, তাহার সাক্ষ্য দিলেন ; আর এক জন আমাকে নেকড়াহইতে যুক্ত করিয়া আমার গাত্রে এই যে ভূষিত বস্ত্র দেখিতেছ ইহাই দিলেন ; এবং তৃতীয় ব্যক্তি আমার কপালে এই যে চিহ্ন দেখিতেছ ইহা দিলেন, তম্ভিন্ন মুদ্রাঙ্কিত এই লিপিও আমাকে দিলেন। এ কথা কহিয়া - খ্ৰীষ্টীয়ান আপন বক্ষঃস্থলহইতে সেই লিপি বাহির করিয়া দেখাইল । অপর • ধৰ্ম্মিষ্ঠা জিজ্ঞান্সিল, ইহা ব্যতিরেক আর কিছু দেখিয়াছ কি না বল দেখি ? তাহাতে খ্ৰীষ্টীয়ান উত্তর করিল, সম্প্রতি যাহা বলিলাম, সকল অপেক্ষ। তাছাই উত্তম ; তবে তাহা ছাড়াও অন্য ২ বিষয় দেখিয়াছি বটে, কেননা আমার আগমন কালে পথের কিঞ্চিৎ দূরে “ অবিবেচক ও * অলস ও * অভিমানী এই তিন জনকে শৃঙ্খলেতে বদ্ধ থাকিয়া নিদ্রাগত দেখিয়াছিলাম ; কিন্তু আশ্চৰ্য্য এই, তাহাদিগকে জাগাইতে পারিলাম না। তম্ভিন্ন রীতালদ্বী ও “ কাম্পনিক নামে দুই জনকে পথের পার্শস্থ প্রাচীর ডিঙ্গিয়া