পাতা:যাত্রিকের গতি.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• & © পরিখামঞ্জশিরীর সহিষ্ক কথোপকথন । সন্তোষ পাইতাম, তাছা এখন কেবল ছুঃখের বিষয় হইয়াছে। এবং এই ক্ষণে, অামার যদি অভীষ্ট সিদ্ধ হইত, লাষও থাকিত না; কিন্তু যখন আমি ভাল করিতে ইচ্ছা করি, তখনি মন্দ আলিয়া উপস্থিত হয় । পরে - পরিণামদৰ্শিনী জিজ্ঞাসিল, যে ২ বিষয় বারম্বার তোমার বাধা , জন্মায়, সে সকল পরাজিত হইয়াছে, কখনো ২ কি তোমার এমন বোধ হয় না ? তাহাতে - খ্ৰীষ্টীয়ান কহিল, হুঁ, কদাচিৎ হয়, আর এমন সময় অামার অতি সৌভাগ্যের সময় জানি । অপর • পরিণামদশিনী জিজ্ঞাসিল, তোমার বাধাজনক বিষয় যে কখনো ২ পরাজিত প্রায় হয়, তাহা কিসের দ্বারা কি প্রকারে হয়, তাহ কি তুমি স্মরণ করিয়া বলিতে পার ? তাহাতে “ শ্রীষ্টীয়ান কহিল,ই, তাছাও পারি। জুশের নিকটে যাহ দেখিয়াছি তাহা যখন স্মরণে আইসে, এবং আমার এই ভূষিত বস্ত্রের উপর যখন আমি দৃষ্টিপাতৃ করি, এবং আমার এই বক্ষঃস্থলের লিপিমধ্যে যখন দৃষ্টিপাত করি, এবং আমার গন্তব্য স্থানবিষয়ে যখন আমার উৎসাহ হয়, তখন ঐ সকল বাধা পরাজিত হয়। পরে • পরিণামদৰ্শিনী কুিজ্ঞাসিল, “ সীয়োন পৰ্ব্বতে যাইতে তোমার যে এতো বাঞ্ছা ইহার কারণ কি ? তাহাতে খ্ৰীষ্টীয়ান কহিল, কারণ এই, ধিনি কুশে টাজান হইয়। মরিয়াছিলেন, তাছাকে সে স্থানে গিয়া জীৰৎ দেখিতে প্রয়াস করি ; এবং যে ২ বিষয় আজি পৰ্য্যন্ত আমার বাধা জন্মায়, সেখানে ক্ষিয় তাহাহইতে মুক্ত হইতে বাঞ্ছা করি, কেননা ইহাও কথিত আছে, যে সে স্থানে মুছু নাই ; এবং ৰেং লোকেতে আমার অধিক সন্তোষ,