পাতা:যাত্রিকের গতি.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেমিকার সৃছিন্ত কথোপকথন । や* সেই ২ লোকের সহিত ঐ স্থানে ৰাস করিব। আর তোমাকে যদি নিতান্ত সত্য কহিতে হইল, তবে শুন, যিনি আমাকে ভারহইতে মুক্ত করিয়াছেন, তাহাকে আমি অতি প্রিয় জ্ঞান করি ; এবং আমার আগুয়স্থ পাপরোগ সহ্য করিতে ক্লান্ত হইয়াছি; অতএব যে স্থানে আমার আর মৃত্যু হইবে না, আমি সেই স্থানে গিয়া যাহার পবিত্র ২ বলিয়া নিত্য পরমেশ্বরকে স্তৰ করে, তাহাদিগের সহিত সভাস্থ হইতে অতিশয় বাঞ্ছা করি। অতঃপর প্রেমিক - খ্ৰীষ্টীয়ানকে জিজ্ঞাসা করিল, তোমার স্ত্রী পুজাদি পরিবার আছে কি না ? তাহাতে “ শ্ৰীষ্টীয়ান কহিল, হুঁ, আমার স্ত্রী ও চারিটী সন্তান আছে ।

  • প্রেমিক জিজ্ঞাসিল, কি জন্যে তাহাদিগকে সঙ্গে অান নাই ?

তাহা শুনিয়া - খ্ৰীষ্টীয়ান রোদন করিতে ২ কহিতে লাগিল, তাহারা আমার সঙ্গে আইলে আমার অতিশয় সন্তোষ হইত বটে, কিন্তু মোমার যাত্রাবিষয়ে তাহাদের কেহই সন্তুষ্ট কিম্বা সম্মত ছিল না। পরে * প্রেমিকা কছিল, ঐ নগরে বাস করিলে যে ভয়স্কর আপদ ঘটিবে, তাহা তাহাদিগকে বুঝাইয়া দেওয়া তোমার উচিত ছিল । , তাহাতে খ্ৰীষ্টীয়ান কছিল, হুঁ, আমাদিগের নগর নাশের বিষয়ে ঈশ্বর যাহা অামাকে দেখাইয়াছেন, তাহ। আমি তাহাদিগকে কহিয়াছিলাম, তথাপি তাহারা কিছুই প্রত্যয় করিল না; বরঞ্চ তাহাতে আমি তাহাদের কাছে এক জন উপহাৰকারির ন্যায় হইলাম।

  • প্রেমিক জিজ্ঞাৰিল, তাছাদের প্রতি তোমার উপদেশ সফল হইবার জন্যে কি ঈশ্বরের কাছে প্রার্থনা করিয়াছিলা?