পাতা:যাত্রিকের গতি.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেমিকায় সক্টিস্ত কথোপকথন । سياق তাহাতে - খ্ৰীষ্টীয়ান কহিল, হুঁ, তাছাদের প্রতি অত্যন্ত বাৎসল্য প্রযুক্তই প্রার্থনা করিয়াছিলাম, যেহেতুক আমার স্ত্রী ও পুজ আমার অতি প্রিয় জানিবা। - পরে * প্রেমিক জিজ্ঞাসিল, ভাল, তোমার নিজ দুঃখ এবং সৰ্ব্বনাশের আশঙ্ক-এ সকল তাহাদিগকে জানাইয়াছিল৷ কি না ? আমি বুঝি ৰে সেই সৰ্ব্বনাশ তোমার অতি স্পষ্টরূপে দৃশ্য ছিল। তাহাতে - খ্ৰীষ্টীয়ান কহিল, হুঁ, তাহা অামি বারম্বার কহিয়াছিলাম, এবং আমাদের মস্তকে পতনোমুখ বজস্বরূপ বিচারের ভয়ে অামি অতি বড় ভীত হইয়াছি, তাছাও তাহারা আমার মলিন মুখ ও সজল নয়ন ও শরীরের কম্পনদ্ধারা জানিলে জানিতে পারিত, তথাচ অামার সহিত নাসিতে সম্মত হইল না। অপর * প্রেমিক কহিল, তাহারা যে তোমার সহিত অাইল না, ইহার কি কারণ তোমাকে বলিল ?

  • খ্ৰীষ্টীয়ান কহিল, আমার স্ত্রীর এই ভয় ছিল, পাছে তাহার এই জগৎসংসার পরিত্যাগ করিতে হয় ; এবং আমার সন্তান সকল বাল্যাবস্থার মোহেতে মুগ্ধ হইয়াছিল। এই প্রকার নানা বাধা বশতঃ তাহারা আমার সঙ্গে যাত্রা করিতে অসম্মত হইলে আমাকে একাকী যাইতে হইল । -

পরে “ প্রেমিক জিজ্ঞালিল, তুমি আপনার সহিত তাহাদিগকে আনিবার চেষ্টায় তাহাদের প্রতি যে ২ কথা কহিয়াছিল, তাহ কি নিজ মাংসারিক আচরণদ্বারা बिच्छ्ड रूद्र नाझे ? তাহাতে “ শ্রীষ্টীয়ান কহিল, শুন, অামার আচরণ ষে প্রশংসনীয়, ইহা জামি কহিতে পারি না, কেননা অামার যে অনেক ২ জুটি হইয়াছে, ইহা অামি নিশ্চয় জানি ।