পাতা:যাত্রিকের গতি.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেমিকার সহিত কথোপকথন । ఆS) আর লোকেরা নীতিবাক্যদ্বারা যাহা অন্যের মনেতে দৃঢ় বদ্ধ করিতে উদ্যোগ করে, তাহা অাপন ২ আচরণদ্বারা অতি শীঘ্ৰ ব্যর্থ করিতে পারে, ইহাও আমি জানি। অতএব পাছে আমার কোন কুক্রিয়াদ্বারা তাহাদিগকে যাত্রাবিষয়ে অনিচ্ছুক করি, এই ভয়ে আমি অতি সাবধান ছিলাম, ইহা নিশ্চয় কহিতে পারি। আর তাহারা অামার সেই সাবধানতার দোষ ধরিয়া কহিত, তুমি চুল চিরিয়া থাক ; আমাদের দৃষ্টিতে যাহাতে পাপ নাই, তাহাও ত্যজ্য জ্ঞান করিতেছ। তাহা কেবল নয়, আমি বুঝি ইহাও কহিতে পারি, ঈশ্বরের বিরুদ্ধে পাপ করণে কিম্বা প্রতিবাসি লোকের অনিষ্ট করণে আমার নিত্য ভয় দেখাতে তাহীদের বাধা জন্মিয়াছিল । অপর * প্রেমিক কহিল, শুন, * কাবিল আপন ভ্রাতার প্রতি দ্বেষ করিত, কারণ তাহার কৰ্ম্ম পাপময় ছিল, কিন্তু ভ্রাতার কৰ্ম্ম ধৰ্ম্মময়। অতএব তোমার স্ত্রী ও পুত্রেরা যদি তাহার মত তোমার প্রতি বিরক্ত হইয়া থাকে, তবে তাহারা সৎকৰ্ম্মেতে আপন ২ অসম্মতি স্পষ্টরূপে প্রকাশ করিয়াছে, তুমি তাহাদের রক্তপাতে নিদোষ হইবা । o অপর আমি স্বপ্নে দেখিলাম, দ্রাক্ষারস প্রভূতি নানাবিধ উত্তম ২ খাদ্যসামগ্রী প্রস্তুত হইয়া মেজের উপরে সাজান হইলে তাহারা পরস্পর ঐ সকল কথোপকথন নিবৃত্ত করিয়া ভোজনে বসিল। এবং সে সময়ে ঐ পৰ্ব্বতের কর্তা কি নিমিত্তে ও কি রূপে ঐ গৃহাদি নিৰ্ম্মাণ করাইয়াছিলেন, এবং আর কি ২ কৰ্ম্ম করিয়াছিলেন, এই সকল কথোপকথন হইতে লাগিল। তাহাতে তাহাদের কথাদ্ধারা আমি জানিলাম, যে তিনি এক বড় খ্যাত্যাপন্ন যোদ্ধ ছিলেন, এবং মৃত্যুর কর্তৃত্বপ্রাপ্ত যে ব্যক্তি র্তাহার সহিত