পাতা:যাত্রিকের গতি.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* e রম্য পুরীতে রাত্ৰিষাপন । যুদ্ধ করিয়া তাছাকে বধ করিয়াছিলেন ; এবং সেই কাৰ্য্য সিদ্ধ করিতে আপনিও বিপদগ্রস্ত হইয়াছিলেন, এই নিমিত্তে আমি তাছাকে অধিক ভাল বাসিলাম । । বিশেষতঃ * খ্ৰীষ্টীয়ান কহিতে লাগিল, এমত জনশ্রুতি আছে, এবং তাছা সত্য বোধ হইতেছে, যে তিনি আপন দেশের ও প্রজাদিগের প্রতি অধিক স্নেহ প্রযুক্ত আপনার অনেক ২ রক্তপাত পুৰ্ব্বক, ঐ সমস্ত ক্রিয়া করিয়াছিলেন, এ জন্যে তাহার সেই সকল ক্রিয়াতে তাহার অনুগ্রহের অধিক যশ জন্মিয়াছে। তম্ভিন্ন ঐ গৃহের কতক গুলীন পরিবার। সে স্থানে ছিল, তাহারাও কছিল, তাহার ক্রুশীয় মৃত্যুর পরে আমরা তাহার নিকটে গিয়াছিলাম ; তাহাতে তাহার সহিত আলাপ হইলে যাহা তাহার নিজ মুখহইতে শুনিয়াছি, তাহা দৃঢ়রূপে বলিতে পারি ; ফলতঃ তিনি দীনহীন ষাত্রিকদিগকে এই মত স্নেহ করেন, ষে পশ্চিম দেশাবধি পুৰ্ব্ব দেশ পৰ্য্যন্ত তাহার তুল্য আর কেছ হয় না। এই যে বিবীয় তাহারা কছিল, তাহার এক প্রমাণও দিল, ফলতঃ দীনহীন লোকের এই রূপ উপকার করশার্থে তিনি আপনাকে সৰ্ব্বৈশ্বৰ্য্যরহিত করিলেন । অার * সীয়োন পৰ্ব্বতে একাকী বাস করিতে তাহার ইচ্ছা নাই, এমত দৃঢ় কথাও তাঁহারই প্রমুখাৎ তাহারা শুনিয়াছিল। তম্ভিল্প তাহারা আরো কছিল, যাহার স্বাভাবিক ভিক্ষুক এবং গোময়ের ঢিবিতে জাত, এমন অনেক ২ যাত্রিককে তিনি রাজপুত্রস্বরূপ করিয়াছেন। অনেক রাত্ৰিপৰ্য্যন্ত এই রূপ কথোপকথন হইলে তাহারা আপন ২ রক্ষার নিমিত্তে আপনাদিগকে কর্তার নিকটে সমপর্ণ করিয়া শয়ন করিল। এবং যাহার গবাক্ষ দিয়া সূর্যের কিরণ আইসে, “শান্তি নামে সেই উপরিস্থ কুঠরীপুঁতে - খ্ৰীষ্টীয়ানকে শয়নস্থাম দিল। তাছাতে * খ্ৰীষ্টীয়ান