পাতা:যাত্রিকের গতি.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রম্য পুরীতে আশ্চৰ্য গুস্থের দর্শন। • ? সমস্ত রাজি শয়ন করিয়া প্রভাত হইলে গাত্ৰোখান পুৰ্ব্বক এই শ্লোক গান করিতে লাগিল । , - কেমন আশ্চর্য্য স্থানে এস্যেছি এখন । যাত্রিক জনের জন্যে দেখি আয়োজন ॥ আরো স্নেহ চেষ্টা দেখি যীশুর এমত। ক্ষমিলেন পাপ তিনি হৈয়। দয়ান্বিত ॥ এখনি যে দেখি আমি স্বৰ্গৰাসি সম । এত চমৎকার হৈল কি কারণে মম। পরে প্রভাত হইলে সকলে গাত্রোথান করিয়া - খ্ৰীষ্টীয়ানের সহিত আরো অনেক কথোপকথন করিয়া তাহাকে কহিল, এই স্থানের আশ্চৰ্য্য বিষয় সকল তোমাকে না দেখাইলে যাইতে দিব না। অতএব তাহারা প্রথমতঃ গ্রন্থের গৃহমধ্যে তাহাকে, লইয়া গিয়া অতি প্রাচীন ২ গ্রন্থ দেখাইল ; এবং আমার স্বপ্নে মনে পড়ে, বে তাহারা আগে ঐ পৰ্ব্বতের কর্তার বংশাবলীগ্রন্থ তাহাকে দেখাইল, তাহাতে লেখা আছে, যে তিনি অনাদি অনন্ত পরমেশ্বরের পুত্র। এবং তিনি যাহা ২ করিয়াছিলেন তাহার বৃত্তান্ত, ও তিনি যে সহস্ৰ ২ লোককে গ্রহণ করিয়া আপনার সেবাতে নিযুক্ত করিয়াছিলেন তাহাদের নাম, এবং কালপরিণামে কিম্বা ক্ষয়ের অধীনতাতে ষে ২ গৃহ জীর্ণ হয় না, এমন ২ গৃহে তাহাদিগকে কি প্রকারে বসতি করাইলেন, তাহাও তাহাতে লেখা ছিল। অপর তাহারা তাহার কোন ২ সেবক কর্তৃক সম্পন্ন মহৎকৰ্ম্মের বিবরণ পাঠ করিয়া "গ্ৰীষ্টীয়ানকে শুনাইতে লাগিল, বিশেষতঃ তাহারা কি প্রকারে রাজ্য পরাস্ত করিয়াছিল, ও ধৰ্ম্মকৰ্ম্ম করিয়াছিল, ও নানা প্রতিজ্ঞ প্রাপ্ত হইয়াছিল, এবং কি প্রকারে সিংহের মুখ বন্ধ করিস্নাছিল, ও অগ্নির জ্বলন নিৰ্ব্বাণ করিয়াছিল, ও তলো