পাতা:যাত্রিকের গতি.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* १. রম্য পুরীর অন্ত্ৰগৃহ । য়ারের ধার এড়াইয়াছিল, এবং কি রূপে দুৰ্ব্বল হইয়। বলবান হইয়াছিল, ও যুদ্ধেতে পরাক্রমী হইয়াছিল, এবং ভিন্নজাতীয়দের সৈন্যশ্রেণীকে কি প্রকারে পরাভূখ করাইয়াছিল, ইত্যাদি বিবরণ পাঠ করিয়া তাহাকে শুনাইল । অপর যাহারা পুৰ্ব্বে সেই কৰ্ত্তার ও তাছার বাক্যের বিরুদ্ধে অনেক ২ দোষ করিয়াছিল, তাহাদিগকেও অনুগ্রহের পাত্ররূপে গ্রহণ করিতে তিনি কেমন ইচ্ছুক ছিলেন, এই প্রকার বিবরণ সম্বলিত ঐ প্রাচীন পুস্তকের কোন এক ভাগ তাহার * খ্ৰীষ্টীয়ানের নিকটে পাঠ করিল। তম্ভিন্ন, সেই গ্রন্থে আরো অনেক ২ প্রাচীন অাশ্চৰ্য্য ইতিহাস ছিল, তাহাও * খ্ৰীষ্টীয়ান দেখিল। বিশেষতঃ প্রাচীন বিষয় ও বর্তমান বিষয়, এবং অদ্ভুত বিষয়, আর শত্ৰুগণের ত্রাসজনক বিষয়, এবং যাত্রিকদিগের সাজুন ও আহলাদজনক বিষয়, এবং যাহা নিশ্চয় সিদ্ধ হইবে, এমন অনেক ২ ভবিষ্যদ্বাক্য ও প্রতিজ্ঞ, এই সকলও * খ্ৰীষ্টীয়ান দেখিল । " - অপর পরদিবসে তাহারা "গ্ৰীষ্টীয়ানকে অস্ত্ৰগৃহের মধ্যে লইয়া তাহাদের কৰ্ত্ত যাত্রিকদিগের জন্যে যত প্রকার তলোয়ার ও ঢাল ও টোপর ও বুকপাট ও সর্বপ্রার্থন এবং অক্ষয় পাদুক ইত্যাদি নানাবিধ অস্ত্ৰ শস্ত্র প্রস্তুত করিয়া রাথিয়াছেন, তাহা তাছাকে দেখাইল । বিশেষতঃ নক্ষত্রের ন্যায় অগণ্য লোক যদ্যপি ঐ কর্তার সেবাতে প্রবৃত্ত হয়, তথাচ তাহাদের কুলায়, এমন যে অনেক ২ সাজ প্রস্তুত করিয়া রাখিয়াছেন, সে সমস্ত তাছাকে দেখাইল । তন্তিয় তাহার শিষ্যের যে সকল অস্ত্ৰ দিয়া আশ্চর্ঘ্য ২ কাৰ্য্য করিয়াছিল, তাহার কতক ২ অন্ত্রও তাহার * গ্ৰীষ্টীয়ানকে দেখাইল, বিশেষতঃ * মসীর দগু দেখাইল,