পাতা:যাত্রিকের গতি.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

፶ ፀ রম্য পুরীহইতে প্রস্থান। উছাপ্ত সকল যাত্রিকের নিমিত্তে সাধারণ স্থান জানিব৷ ঐ স্থানে উপস্থিত হইলে তুমি স্বৰ্গীয় রাজধানীর দ্বার দেখিতে পাইবা। ঐ স্থান নিবাসি রাখালদিগকে জিজ্ঞাসিলে তাহারা তোমাকে তাছা দেখাইয়া দিবে। ১ অধ্যায় । অপর • খ্ৰীষ্টীয়ান পুনৰ্ব্বার অগ্রসর হইতে উদযোগী হইলে তাহারা সম্মত হইল বটে, কিন্তু পাছে - খ্ৰীষ্টীয়ান পথি মধ্যে কোন শবু কর্তৃক আক্রান্ত হয়, এই ভয়ে * খ্ৰীষ্টীয়ানকে অস্ত্ৰ শস্ত্রদ্বারা সুসজ্জ করিতে আবশ্যক বুঝিয় তাহার কহিল, আইস, আমরা পুনরায় অস্ত্ৰগৃহে যাই । অপর সেই স্থানে গিয়া তাহারা অচ্ছেদ্য অভেদ্য নানা সাজেতে - খ্ৰীষ্টীয়ানের আপাদ মস্তক সাজাইয়। দিল । পরে "গ্ৰীষ্টীয়ান এই রূপ সুসজ্জ হইয়া বন্ধুবর্গের সহিত দ্বার পর্য্যন্ত বহির্গত হইয়। সেই স্থানে দ্বারিকে জিজ্ঞাসা করিল, হে দ্বারি, এই স্থান দিয়া কোন যাত্রিককে যাইতে দেখিয়াছ কি না ? তাহাতে দ্বারী কহিল, रुँi, দেখিয়াছি ! তাহাতে - খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, তুমি তাহাকে চিনিয়াছ কি না ? দ্বারী কহিল, আমি তাহার নাম জিজ্ঞাসা করিলে সে কহিল, অামার নাম “ বিশ্বাসী। তখন “ শ্রীষ্টীয়ান কছিল, হুঁ হুঁ, আমি তাহাকে জানি, সে অামার দেশের লোক, আমার নিকটস্থ প্রতিবাসী ; এবং*ীমার জন্মভূমিহইতে আসিয়াছে। সে যাহা হউক, সে এই ক্ষণে কত দূর গিয়া থাকিবে, তোমার অনুমান হয় ? তাহাতে দ্বারপাল কহিল, সে এত ক্ষণে পৰ্ব্বতের তলভূঞ্চিপর্যন্ত পাছিয়া থাকিবে। "