পাতা:যাত্রিকের গতি.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মমতা নামে উপত্যক। а с তাহাতে খ্ৰীষ্টীয়ান কহিল, হে দ্বারি, ঈশ্বর তোমার সহায় হউন, তুমি যে আমার প্রতি এমত স্নেহ প্রকাশ করিয়াছ, একারণ প্ৰভু সৰ্ব্বদা তোমার মঙ্গল করুন। এই রূপে * খ্ৰীষ্টীয়ান দ্বারিকে আশীৰ্ব্বাদ করিয়া ক্রমে২ অগ্রসর হইতে লাগিল ; তাহাতে * সতকা ও * ধৰ্ম্মিষ্ঠা ও ‘প্রেমিক এবং • পরিণামদৰ্শিনী, ইহারা তাহাকে পৰ্ব্বতের তল পৰ্য্যন্ত আগবাড়ান রাখিবার জন্যে সঙ্গে ২ চলিল। তাহাতে যে পৰ্য্যন্ত পৰ্ব্বতের নিম্নগামি পথে না উপস্থিত হইল, তাবৎ ঐ পুৰ্ব্বকথার প্রসঙ্গ করিতে ২ চলিল। পরে - খ্ৰীষ্টীয়ান কহিল, আমি দেখিতেছি, পৰ্ব্বতারোহণ করা যেমন কঠিন, অবরোহণও তদ্রুপ ভয়ানক । তাহাতে * পরিণামদশিনী কহিল, তাহা সত্য, এই নিমিত্তে আমরা তোমার সহিত পৰ্ব্বতের তল পৰ্য্যন্ত যাইতে স্থির করিয়াছি। এখন তুমি এই * নম্রতা নামক যে নিম্নভূমিতে নামিতেছ, ইহাতে নামিবার সময়ে উছোট এড়ান মানুষের বড় কঠিন জানিবা । তখন এই সকল কথা শুনিয়া - খ্ৰীষ্টীয়ান অত্যন্ত সাবধান হইয়া নামিতে লাগিল, তথাচ দুই তিন বার তাহার পা পিছলিল । অপর আমি স্বপ্নে দেখিলাম, খ্ৰীষ্টীয়ান এই রূপে ক্রমে ২ পৰ্ব্বতের তলে উপস্থিত হইলে ঐ সহায়তাকারি সখীগণ তাহাকে একটা রুটী এবং এক বোতল দ্রাক্ষারস, এবং এক থলুয়া দ্রাক্ষাফল দিয়া নিজালয়ে প্রস্থান করিল। পরে - খ্ৰীষ্টীয়ান একাকী ক্রমে ২ অগ্রসর হইতে লাগিল। অনন্তর ঐ নম্রতা নামক স্থলীতে "গ্ৰীষ্টীয়ান বড় দুৰ্দ্দশাগ্রস্ত হইল। বিশেষতঃ আপ দর অগ্রে গেলে সে * আপলুয়োন নামক মহা দুরাত্মা এক ক্রুর অসুরকে মাঠের মধ্য দিয়া ক্রমে ২ আপনার নিকটে আসিতে দেখিয়া ভয়েতে ফিরিয়া যাইবে, কি দাড়াইয়া থাকিবে, п 2