পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} oy পড়িল । তথন বিলিয়ম পরমেশ্বরের দূতৰে কহিল, আমি অপরাধ করিলাম, তুমি যে আমার বিরুদ্ধে পথে দাড়াইয়া আছ, তাহ। আমি জানি নাই, কিন্তু এক্ষণে যদি তোমার ইহাতে অসন্তোষ হয়, তবে আমি ফিরিয়া যাই, তাহাতে পরমেশ্বরের দূত বিলিয়মের পাপের অনুতাপ ত্যাগ করিতে অনিচ্ছা দেখিয়া তাহাকে কহিল, তুমি যাইতে পার, কিন্তু আমি যে কথা তোমাকে কহিব, তুমি কেবল তাহাই কহিৰণ তাহাতে বিলিয়ম বালাকের অধ্যক্ষগণের সহিত গমন করিল | বালাক বিলিয়মের আগমনের সংবাদ শুনিয় তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল, এবণ তাহাকে বালের উচ্চস্থানে লইয়া গেল, সেই স্থানে সাতবেদীতে বলিদান হইত। এবং বিলিয়ম পরমেশ্বরের কর্তৃত্বের বশীভূত হইয়। উচ্চৈঃস্বরে কহিল, মোয়াবের বালাক রাজা যাকুৰকে অভিশাপ দিতে এব^ ইস্লায়েল বলশের পুতি অভিশাপ দিতে আমাকে আনিল, কিন্তু পরমেশ্বর যাহাকে শাপ দেন নাই আমি তাহাকে কিরূপে শাপ দিব। দেখ ঐ লোক সমূহই কেবল বাস করিবে অন্যজাতির মধ্যে গণিত হইবে না। ইসায়েলের চতুর্থা^শের একাংশ কে গণনা করিতে পারে? ধাৰ্ম্মিকের মৃত্যুরু ন্যায় আমার মৃত্যু হউক তুহার অন্তিমকালের তুল্য আমার অন্তিমকাল হউক। পরে বালাক বিলিয়মকে পিস্গার শৃঙ্গেতে লইয়ণ গিয়া সেই স্থানে আর সপ্তষজ্ঞ বেদি নিৰ্ম্মাণ করিল, K 3