পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} \} তোর্মাদিগকে একত্র করিবেন। যদি তোমাদের মধ্যে কেহ স্বর্গের অন্তভাগে তাড়িত হইয়। থাকে, তবে সেখান হইতেও প্রভু পরমেশ্বর তোমাদিগকে আনয়ন করিবেন, এবং যে দেশ তোমাদের পূৰ্ব্বপুরুসের অধিকার করিয়াছে, সেই দেশে তিনি তোমাদিগকে আনিয়া তাহণ অধিকার করিতে দিবেন । এবণ তিনি তোমাদের ভাল করিলেন, এবণ তোমাদের পিতৃগণের অপেক্ষা তোমাদের বৃদ্ধি করিবেন, ইহাতে বাচিবার নিমিত্তে তোমরা পরমেশ্বরকে সৰ্ব্বান্তঃকরণের সহিত ও সৰ্ব্বাআসাক্ষিতে প্রেম করিতে পার, এই অভিপ্রায়ে তিনি তোমাদের ও তোমাদের সন্তানগণের মনের ত্বকছেদ করিলেন । এল০ তোমরা ফিরিয়া পরমেশ্বরের কথা শুনিবা, এব০ তাহার আজ্ঞ সকল পালন করিবণ। এবং পরমেশ্বর যেমন তোমাদের পিতৃলোকদের প্রতি আহলাদিত ছিলেন, সেইরূপ তোমাদের প্রতিও হইবেন। অতঃপর মূসা সমস্ত ইস্রায়েল বুশের সাক্ষাতে এই সকল কথার শেষ করিয়া নুনের পুত্র নিহোশূয়কে ডাকিয় কহিল তুমি শক্তিমান ও অতিশয় সাহসী হও কেননা পরমেশ্বর ইহাদিগকে যে দেশ দিতে প্রতিজ্ঞ করিয়াছেন, সেইদেশে এই লোকদের সহিত তোমাকে যাইতে হইবে। পরে মূস মোয়াব প্রান্তরহইতে নিৰোত পৰ্ব্বতে অর্থাৎ ধিরাহোর সমুথস্থিত পিশগাঙ্গে আরোহণ করিল, তাহাতে পরমেশ্বর গিলিয়জ অবধি দান পৰ্য্যন্ত সমস্তদেশ ও সমস্ত মস্তালি এবণ ইফুিয়িমের ও মিনশির দেশ ও পশ্চিম দিকস্থ সমুদ্র পর্যন্ত যিহু 3.